For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের সংস্থাগুলির বিনিয়োগের প্রস্তাব এবার মোদী সরকারের 'স্ক্যানার'এ! আরও কষা হতে পারে ফাঁস

  • |
Google Oneindia Bengali News

এবার চিনের সংস্থাগুলির বিনিয়োগকেও সহজে নিচ্ছে না ভারত। মোদী সরকারের কড়া নজরে রয়েছে চিনের একাধিক সংস্থার প্রস্তাবিত বিনিয়োগ। ৫৯ টি অ্যাপ বাতিল করেই শুধু বারত খান্ত হয়নি, মোদী-শাহের ঝুলিতে চিনকে ভাতে মারার যে বহু ধরনের পরিকল্পনা রয়েছে, তা এবার ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে।

মোদী সরকারের নয়া নিয়ম

মোদী সরকারের নয়া নিয়ম

এপ্রিল মাসে ভারত সরকারের তরফে একটি নতুন নিয়মের কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, আমাদের প্রতিবেশী দেশের তরফে যদি কোনও বিনিয়োগের প্রস্তাব কোনও সংস্থায় আসে, তাহলে তা আগে কেন্দ্রীয় সরকার খতিয়ে দেখবে।

 বেজিং এর সমালোচনা

বেজিং এর সমালোচনা

ভারতে বিনিয়োগের ক্ষেত্রে চিন সবচেয়ে বড় শিবির । আর মোদী সরকারের নয়া নিয়মে স্বভাবতই ক্ষুব্ধ বেজিং। এমন পদক্ষেপকে চিন নিরপেক্ষহীনতার সমস্যায় দুষ্ট পদক্ষেপ বলে চিহ্নিত করেছে।

 কোন নিয়মের গেরোয় চিন?

কোন নিয়মের গেরোয় চিন?

মোদী সরকারের নয়া নিয়ম অনুযায়ী, ৪০ থেকে ৫০ টি বিভিন্ন ধরনের আবেদন ইতিমধ্যেই চিনের সংস্থাগুলি করে বসে রয়েছে।ই সমস্ত বিনিয়োগের প্রস্তাব এবার খতিয়ে দেখা শুরু করেছে মোদী সরকার। করোনার আবহে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা লাদাখ ইস্যুর আবহে শাহ-মোদীকে আরও বেশি সংকল্পবদ্ধ করেছে। ফলে আপাতত সহজে ভারতে বিনিয়োগ করতে পারবে না চিন।

৫৯ অ্যাপ ও চিন-ভারত সংঘর্ষ

৫৯ অ্যাপ ও চিন-ভারত সংঘর্ষ

লাদাখে চৈনিক আস্ফালন শুধু নিজের আগ্রাসী মনোভাবই জারি করেনি, একই সঙ্গে বেজিং নিজের অর্থনীতিতেও আঘাত করেছে। লাদাখে চিনের পদক্ষেপ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককেও তলানিতে ঠেকিয়েছে। এমন পরিস্থিতিতে ,৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ হওয়ার ঘটনা বহু চিনা সংস্থাকে ভারতে ব্যবসার ক্ষেত্রে বিপদে ফেলেছে।

করোনায় নতুন আক্রান্তদের সংখ্যায় ব্রাজিলকে টপকে ভারত বিশ্বে দ্বিতীয়স্থানে! আশঙ্কার কালো মেঘ করোনায় নতুন আক্রান্তদের সংখ্যায় ব্রাজিলকে টপকে ভারত বিশ্বে দ্বিতীয়স্থানে! আশঙ্কার কালো মেঘ

English summary
50 Investment Proposal from Chinese firms are in Review of indian Government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X