For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরের শোপিয়ান সেনা সংঘর্ষ, আরও চার জঙ্গির সঙ্গে খতম এই কুখ্যাত লস্কর অপারেটিভ

কাশ্মীরের শোপিয়ান জেলায় সেনা সংঘর্ষে ১ লস্কর জঙ্গি-সহ ৫ জঙ্গির মৃত্যু হয়েছে। তবে এদিনের অভিযানেও সেনার সামনে বাধা সৃষ্টি করেন পাথর নিক্ষেপকারীরা। তারমধ্যে পড়ে মৃত্যু হয়েছে এক অসামরিক নাগরিকেরও।

Google Oneindia Bengali News

জম্মু কাশ্মীরের শোপিয়ান জেলায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হল এক লস্কর-ই-তৈবা জঙ্গি-সহ মোট ৫ জন সন্ত্রাসবাদী। শ্রীনগর থেকে মাত্র ৫৫ কিলোমিটার দূরে শুক্রবার রাত থেকেই দুপক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়েছিল। সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ গিয়েছে এক অসামরিক ব্যক্তিরও।

শোপিয়ানে সেনা সংঘর্ষে খতম লস্কর অপারেটিভ-সহ ৫ জঙ্গি

শুক্রবার রাত থেকেই শোপিয়ানের কিলুরা গ্রামে শুরু হয়েছিল সংঘর্ষ। এক সূত্রে ওই গ্রামে সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে রাতেই গ্রামটিকে ঘিরে ফেলেছিল সেনাবাহিনীর জওয়ানরা। তারপর গ্রামের ভিতর চিরুনি তল্লাশি শুরু করতেই বেগতিক দেখে জঙ্গিরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে।

সেনাও পাল্টা জবাব দেয়। রাতেই খতম হয় কুখ্যাত লস্কর জঙ্গী উমর মালিক। তারপরেও জঙ্গিরা গুলিবর্ষণ চালু রেখেছিল। অবশেষে শনিবার সকালে সেনার গুলিতে তাদেরও মৃত্যু হয়। পাঁচজনের দেহই উদ্ধার করা হয়েছে। উমর মালিকের সঙ্গে একটি একে-৪৭ অ্যাসল্ট রাইফেল ছিল বলে জানান হয়েছে সেনার তরফে।

এদিকে সেনাবাহিনীর অভিযানে ফের বাধা হয়ে দাঁড়ান স্থানীয় জনতা। অভিযান চলাকালীন তাঁরা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে। এর মধ্যে পড়ে এক অসামরিক নাগরিকেরও মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছে সেনা। তবে তাঁদের দাবি পাথর নিক্ষেপকারীদের ছোড়া পাথরের আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে।

English summary
In an Army encounter, 5 terrorists including 1 Lashkar operative killed in Shopian district of Kashmir. But the stone pelters continued to throw stones towards the force which resulted in another civilian's death.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X