For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাউদ' ইব্রাহিমের ভাইকে সুবিধা! স্টিং অপারেশনের চাপে সাসপেন্ড ৫ পুলিশকর্মী

দাউদ ইব্রাহিম-এর ভাই বলে কথা। আর সেই ফাঁদেই পা দিয়ে এখন চাকরি খোয়ানোর জায়গায় মহারাষ্ট্র পুলিশের ৫ কর্মী। এঁদের বিরুদ্ধে দাউদের ভাই ইকবাল কাসকর-কে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে।

  • By Soumyabrata Chatterjee
  • |
Google Oneindia Bengali News

দাউদ ইব্রাহিম-এর ভাই বলে কথা। আর সেই ফাঁদেই পা দিয়ে এখন চাকরি খোয়ানোর জায়গায় মহারাষ্ট্র পুলিশের ৫ কর্মী। এঁদের বিরুদ্ধে দাউদের ভাই ইকবাল কাসকর-কে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। তোলাবাজির অভিযোগে এখন জেলে রয়েছে ইকবাল কাসকর।

দাউদের কাছে ভালো সাজার চেষ্টায় পেতে হল সাসপেনশনের সাজা

বৃহস্পতিবার তাকে ১০ ঘণ্টার জন্য থানের সিভিল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার করানোর অনুমতি দিয়েছিল আদালত। দাঁত ও ব্লাড সুগার-এর সমস্যায় ভুগছে কাসকর। কিন্তু একটি প্রাইভেট টেলিভিশন চ্য়ানেলের করা স্টিং অপারেশনে দেখা যায় কাসকর হাসপাতালের লবির মধ্যে দিব্যি হেঁটে-চলে বেড়়াচ্ছে। তার সঙ্গে পরিবারের লোকজন এসে দেখা করে যাচ্ছে। এমনকী, হাসপাতালে বসেই সে বিরিয়ানি থেকে শুরু করে নানা সুস্বাদু খাবার খাচ্ছে। পুলিশের সামনে কাসকর-কে সিগারেট খেতেও দেখা গিয়েছে এই গোপন ভিডিও-তে। স্টিং অপারেশনের এই ভিডিও প্রকাশ্যে আসার পর হইচই শুরু হয়ে যায়। এর জন্য কাসকরকে হাসপাতালে নিয়ে যাওয়া ৫ পুলিশকর্মীর দিকে আঙুল ওঠে। এরপরই শনিবার পুলিশের যুগ্ম কমিশনার মধুকর পাণ্ডে অভিযুক্ত ৫ পুলিশকর্মীকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন।

স্টিং অপারেশন-এ উঠে আসা ভিডিও-তে কাসকরকে টাকা বিলোতেও দেখা গিয়েছে। হাসপাতালে তাকে যারা সাহায্য করেছে তাদের যে সে টাকা বিলিয়েছিল তা ধরা পড়ে যায়। এরপর ওই ৫ পুলিশকর্মীর সঙ্গে জেলে ফিরে আসে কাসকর। অতিতেও দেখা গিয়েছে বহু আসামী হাসপাতালে চিকিৎসার নাম করে বেআইনি সুবিধা নেন। এই নিয়ে এর আগেও বহু অভিযোগ দায়ের হয়েছে। কাসকর-এর ঘটনা এতে নবতম সংযোজন। কয়েকজন বিল্ডারের অভিযোগের ভিত্তিতে ইকবাল কাসকরকে থানে থেকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে তাকে থানের সেন্ট্রাল জেলে বন্দি করে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মহারাষ্ট্র কন্ট্রোল অব অর্গনাইজড ক্রাইম অ্যাক্ট বা মোকা লাগু করা হয়েছে।

English summary
Ikbal Kaskar, brother of Dawood Ibrahim is taking getting special treatment under police custody caught in a secret video. As a result 5 cops has been suspended on this issue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X