For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যায় মসজিদ তৈরির ৫ একর জমি গ্রহন করল সুন্নি ওয়াকফ বোর্ড

অযোধ্যায় মসজিদ তৈরির ৫ একর জমি গ্রহন করল সুন্নি ওয়াকফ বোর্ড

Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই মসজিদ তৈরির জন্য অযোধ্যায় ৫ একর জমি সুন্নি ওয়াকফ বোর্ডকে দেওয়া হয়। সেই জমি গ্রহনও করেছে সুন্নি ওয়াকফ বোর্ড। এই পাঁচ একর জমিতে মসজিদ ছাড়াও তৈরি হবে ইন্দো ইসলামিক রিসার্চ সেন্টার, হাসপাতাল এবং লাইব্রেরি।

মসজিদের জমি গ্রহন করল সুন্নি ওয়াকফ বোর্ড

মসজিদের জমি গ্রহন করল সুন্নি ওয়াকফ বোর্ড

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই অযোধ্যার মন্দিরের কাছেই ৫ একর জমি দেওয়া হল সুন্নি ওয়াকফ বোর্ডকে। সেই জমি তাঁরা গ্রহনও করেছেন। সেই পাঁচ একর জমিতে মসজিদ ছাড়াও তৈরি হবে একটি হাসপাতাল, ইন্দো-ইসলামিক রিসার্চ সেন্টার। সুন্নি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জুফর ফারুকি জানিয়েছেন, উত্তর প্রদেশ সরকার যে জমি তাঁদের দিয়েছেন সেটা গ্রহন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই মসজিদ তৈরির জন্য ট্রাস্ট গঠন করা হবে। তবে মসজিদের নাম বাবড়ি মসজিদ হবে কিনা সেটা এখনও সুনিশ্চিত করে জানাননি তিনি।

জমি নিয়ে বিতর্ক

জমি নিয়ে বিতর্ক

মসজিদের জন্য ৫ একর জমি নিয়ে শিয়া এবং সুন্নি ওয়াকফ বোর্ডের মধ্যে বিবাদ শুরু হয়েছে। শিয়া ওযাকফ বোর্ড এই জমি নেওয়ার ঘোর বিরোধিতা করেছে। তারা জানিয়েছিল যদি জমি দেয় তাহলে সেটাতে আরও একটা মন্দির তৈরি করে দেব আমরা। এই নিয়ে দুই সংগঠনের মধ্যে প্রবল বিবাদ চলছে।

মন্দির তৈরির উদ্যোগ

মন্দির তৈরির উদ্যোগ

ইতিমধ্যেই অযোধ্যায় রাম মন্দির তৈরির উদ্যোগ শুরু হয়ে গিয়েছে। লোকসভায় ট্রাস্টের নাম ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ট্রাস্টের সদস্যরাও নির্বাচিত হয়ে গিয়েছে। বিশ্বহিন্দু পরিষদের মডেল মেনেই তৈরি হবে রাম মন্দির এমনই জানানো হয়েছে।

English summary
5 acre land for Masjid in Ayodhya given to Sunni Waqf Board
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X