মহারাষ্ট্রে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, ধ্বংসাবশেষে আটকে ৭০ জন, মৃত ১
মহারাষ্ট্রের রায়গড়ে হুড়মুড়িয়ে একটি বাড়ি ভেঙে পড়াকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার জেরে ২০০ জন ধ্বংসাবেশেষের মধ্যে আটকে ছিলেন বলে খবর। ঘটনাস্থলে উদ্ধার কাজে পৌঁছেছে এনডিআরএফ-র দল। পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হতে শুরু করেছে এলাকায়, যতই রাত এগিয়েছে।

মহারাষ্ট্রের রায়গড়ে একটি ৫ তলা ভবন ভেঙে পড়াকে কেন্দ্র করে প্রবল আতঙ্ক ছড়িয়েছে। প্রাথমিকভাবে শোনা গিয়েছে যে সেখানে ৬০ থেকে ৭০ জন ধ্বংসাবশেষে তাপা পড়ে রয়েছেন। পরে জানা গিয়েছে এনডিআরএফএর দল সেখান থেকে ১৫ জনকে উদ্ধার করেছে। তবে বাকিদের খোঁজে ব্যাপক তল্লাশি চলছে। চারিদিকে স্বজনহারার আর্তনাদ ও আতঙ্কের মাঝেই চলছে উদ্ধারের কাজ। এদিকে পরবর্তীকালে অনেককেই ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা গেলেও , ১ জনের মৃত্যুর খবর ইতিমধ্যেই এসেছে।
সন্ধ্যে ৬ টা নাগাদ ঘটা এই ঘটনা ঘিরে বহু তথ্য উঠে আসতে শুরু করেছে। জানা গিয়েছে , এই বাড়িটি ১০ বছরের পুরনো। সেখানে ছোট ছোট ৪০ টি ঘর রয়েছে। যেখানে প্রচুর মানুষের বসবাস ছিল। এদিকে আজকের ঘটনায় অনেকেই আহত হয়েছেন বলে খবর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।