For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তর প্রদেশে বিজেপির ফল! ভাগ্য নির্ধারণ করবে ৪৭ আসন

তাঁরা বলে থাকেন দিল্লির রাস্তা গিয়েছে লখনৌ দিয়ে। ২০১৯-এ তার কোনও ভিন্নতা হবে না। ইতিমধ্যে বিএসপি এবং এসপি উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে জোট গঠন করেছে।

  • |
Google Oneindia Bengali News

তাঁরা বলে থাকেন দিল্লির রাস্তা গিয়েছে লখনৌ দিয়ে। ২০১৯-এ তার কোনও ভিন্নতা হবে না। ইতিমধ্যে বিএসপি এবং এসপি উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে জোট গঠন করেছে। সমীক্ষাকারী সংস্থা সি-ভোটার জানাচ্ছে, উত্তরপ্রদেশের ৮০ টি আসনের মধ্যে ৪৭ টি বিজেপির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা এই ৪৭ টি আসনে মুসলিম, যাদব, দলিতদের ভোট মোট ভোটের ৫০ শতাংশের বেশি। সমীক্ষায় দেখা গিয়েছে, উত্তরপ্রদেশের প্রত্যেকটি লোকসভা আসনেই মুসলিম, যাদব, দলিতদের ভোট ৪০ শতাংশের বেশি।

বিএসপি-এসপির লড়াই ৭৫ আসনে

বিএসপি-এসপির লড়াই ৭৫ আসনে

বিএসপি এবং এসপি ৮০ টি আসনের মধ্যে যথাক্রমে ৩৮ ও ৩৭ টি আসনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। আমেথি ও রায়বরেলি বাদ দিয়ে বাকি তিনটি আসন ছোট সহযোগী রাষ্ট্রীয় লোকদলকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে। বিএসপি-এসপি জোটের সফলতা নির্ভর করছে জাতিগত পাটিগণিতের ওপর।

উত্তরপ্রদেশে জাতিভিত্তিক পাটিগণিত চলে আসছে ১৯৯০-এর শুরুর দিক থেকে। উত্তর প্রদেশের ২০১১-এর লোকগণনা অনুযায়ী, পুরো জনসংখ্যার ১৯ শতাংশ মুসলিম, দলিত ২১ শতাংশ। যদিও এই গণনা থেকে অন্য পিছিয়ে পড়া শ্রেণির সংখ্যাটা জানা যায়নি। যদিও বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তরপ্রদেশের যাদবরা সংখ্যায় ৯ থেকে ১০ শতাংশের মতো।

গত প্রায় দুদশক ধরে বিএসপির তরফে দলিতদের এবং এসপির তরফে যাদব এবং মুসলিমদের সমর্থন থাকার দাবি করা হয়েছে।

সি-ভোটারের সমীক্ষা

সি-ভোটারের সমীক্ষা

সি-ভোটারের তরফ থেকে উত্তরপ্রদেশের আসনভিত্তিক মুসলিম-যাদব-দলিতদের সংখ্যা যাচাই করা হয়েছে। সেই তথ্য বিজেপির সামনে চ্যালেঞ্জের বলেও জানাচ্ছে সমীক্ষা। কেন্দ্রগুলিতে গড়ে ৪০ শতাংশের বেশি মুসলিম, যাদব, দলিত রয়েছেন। ৮০ আসনের মধ্যে ১০ আসনে মুসলিম-যাদব-দলিতদের সংখ্যাটা ৬০ শতাংশের বেশি। যার মধ্যে রয়েছে, আজমগড়, ঘোসি, দোমারিয়াগঞ্জ, ফিরোজাবাদ, জৌনপুর, আম্বেদকর নগর, ভাদোহি, বিজনৌর, মোহনলালগঞ্জ, সীতাপুর।

আজমগড় কেন্দ্র থেকে ২০১৪-তে নির্বাচিত হয়েছিলেন মূলায়ম সিং যাদব। সেখানে মুসলিম-যাদব-দলিতদের সংখ্যাটা সব থেকে বেশি, ৬৮.৩ শতাংশ। মূলায়ম সিং যাদবের নিজের গড় মইনপুরিতে মুসলিম-যাদব-দলিতদের জনসংখ্যা ৫৭.২ শতাংশের মতো। এছাড়াও যে কেন্দ্রগুলিতে মুসলিম-যাদব-দলিতদের সংখ্যাটা ৫০ থেকে ৬০ শতাংশের মধ্যে রয়েছে, সেগুলি হল আমেথি, রায়বরেলি। সবমিলিয়ে ৩৭ টি আসনে মুসলিম-যাদব-দলিতদের সংখ্যাটা ৫০ থেকে ৬০ শতাংশের মধ্যে। বাকি ৩৩ টি আসনে মুসলিম-যাদব-দলিতদের সংখ্যাটা ৪০ থেকে ৫০ শতাংশের মধ্যে। যার মধ্যে রয়এছে মোদীর কেন্দ্র বারানসী।

২০১৪-র ফল

২০১৪-র ফল

২০১৪-র নির্বাচনে উত্তরপ্রদেশে এনডিএ-র ফল ছিল চমকপ্রদ। ৮০ টি আসনের মধ্যে তারা ৭৩ টি আসন দখল করেছিল। যার মধ্যে ৭১ টি আসন বিজেপি একাই দখল করেছিল। দুটি আসন পেয়েছিল আপনা দল। সমাজবাদী পার্টি পেয়েছিল ৫ টি আসন। বিএসপি একটি আসনও পায়নি। ভোটের শতাংশে বিএসপি এবং এসপি পেয়েছিল যথাক্রমে ২০ ও ২২.৫ শতাংশ আসন। তাদের মিলিত ভোট অবশ্য ছিল এনডিএ-র ভোটের প্রায় সমান।

(ছবি সৌজন্য: পিটিআই)

English summary
47 Muslim-Yadav-Dalit seats will decide BJP's fate in Uttar Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X