For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাজের সুযোগ তৈরিতে মোদীতে ফিরছে আস্থা! জানাচ্ছে মুড অফ দ্য নেশন পোলের সমীক্ষা

কাজের সুযোগ তৈরির প্রতিশ্রুতি যেন তাড়া করে বেরাচ্ছে মোদী সরকারকে। সম্প্রতি দেশ ব্যাপী সমীক্ষা চালিয়েছিল ইন্ডিয়া টুডে কার্ভির মুডঅফ দ্য নেশন পোল।

  • |
Google Oneindia Bengali News

কাজের সুযোগ তৈরির প্রতিশ্রুতি যেন তাড়া করে বেরাচ্ছে মোদী সরকারকে। সম্প্রতি দেশ ব্যাপী সমীক্ষা চালিয়েছিল ইন্ডিয়া টুডে কার্ভির মুড অফ দ্য নেশন পোল। সেখানে দেখা গিয়েছে ৪৬ শতাংশ মানুষ বলছেন মোদী সরকার কাজের সুযোগ তৈরির জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি। তবে এই সমীক্ষার ফল ২০১৮-র রিপোর্টের থেকে ভাল।

কাজের সুযোগ তৈরিতে মোদীতে ফিরছে আস্থা! জানাচ্ছে মুড অফ দ্য নেশন পোলের সমীক্ষা

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির দেওয়া তথ্য অনুযায়ী ২০১৮-র ডিসেম্বর পর্যন্ত গত একবছরে দেশে এককোটি চাকরি হারানোর মতো ঘটনা ঘটেছে। অন্যদিকে, গত ডিসেম্বর দেশব্যাপী বেকারত্বের হার ছিল ২৭ মাসে সব থেকে বেশি। ৭.৩৮ শতাংশ। সংস্থার তরফে জানানো হয়েছে, গ্রামীণ এলাকায় প্রায় ৮৩ শতাংশের মতো কাজ হারানোর ঘটনা ঘটেছে।

যদিও, যাঁরা দাবি করছেন সরকার কাজের সুযোগ তৈরিতে কাজ করেছে, তাঁদের পক্ষেও গিয়েছে এই রিপোর্ট। ২০১৮-র অগাস্টেও এই ধরনের সমীক্ষা চালানো হয়েছিল। সেই সময়ের থেকে বর্তমানে কাজের সুযোগ তৈরিতে ৫ শতাংশ পয়েন্ট বেড়ে ৪২ শতাংশ হয়েছে।

কাজের সুযোগ তৈরিতে ২০১৮-র জানুয়ারিতে করা সমীক্ষায় ৫৩ শতাংশ মানুষ বলেছিলেন মোদী সরকার কাজের সুযোগ তৈরিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি। অগাস্টে তা কমে দাঁড়ায় ৪৮ শতাংশে। আর জানুয়ারি ২০১৯-এর তা আরও কমে হয়েছে ৪৬ শতাংশে। অন্যদিকে, কাজের সুযোগ তৈরি হচ্ছে বলে যাঁরা দাবি করেছিলেন, তাদের পক্ষে ২০১৮-র জানুয়ারিতে রিপোর্ট ছিল ৩০ শতাংশের মতো। ২০১৮-র অগাস্টে যা ছিল ৩৭ শতাংশ-এর মতো। আর জানুয়ারি ২০১৯-এ তা বেড়ে হয়েছে ৪২ শতাংশের মতো।

রিপোর্ট অনুযায়ী, কাজের বৃদ্ধির সুযোগ যেটা দেখা যাচ্ছে তা হয়েছে পরিকাঠামো উন্নয়নে। রাস্তা ও অন্য পরিকাঠামোয় সরকারি ব্যয় বাড়ায় এই সুযোগ তৈরি হয়েছে।

মুড ফ দ্য নেশন পোলের অপর একটি সমীক্ষায় দেখা যাচ্ছে ভারতের অর্ধেকের বেশি ভোটার ( ৫৪%) মোদী সরকারের কাজে সন্তুষ্ট কিংবা অতি সন্তুষ্ট। ২৩ শতাংশ মানুষ সন্তুষ্টও নয়, আবার অসন্তুষ্টও নয়। ২১ শতাংশ মানুষ অসন্তুষ্ট বলে সমীক্ষায় প্রকাশ পেয়েছে।

English summary
46 per cent feel govt not doing enough to create jobs says Mood of the Nation poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X