For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যপ্রদেশে বিজেপির সরকার গড়ায় বাধা হয়ে দাঁড়াল মাত্র ৪৩৩৭টি ভোট

সংখ্যাটা মাত্র ৪৩৩৭। এই কটি ভোট পেলেই মধ্যপ্রদেশে সরকার গড়তে পারত বিজেপি। তবে তা পারেনি।

  • |
Google Oneindia Bengali News

সংখ্যাটা মাত্র ৪৩৩৭। এই কটি ভোট পেলেই মধ্যপ্রদেশে সরকার গড়তে পারত বিজেপি। তবে তা পারেনি। ৭টি বিধানসভায় মোট এই কটি ভোট পেলেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেত গেরুয়া শিবির। তবে তা হয়নি। এত কম ভোটে হেরে শেষ অবধি বিরোধী কংগ্রেসকে জায়গা ছেড়ে দিতে হয়েছে।

মধ্যপ্রদেশে বিজেপির সরকার গড়ায় বাধা হয়ে দাঁড়াল ৪৩৩৭ সংখ্যাটি

রাজনগরে ৭৩২ ভোট, রাজপুর (এসটি)-তে ৯৩২ ভোট, সুয়াস্রাতে ৩৫০ ভোট, গোয়ালিয়র দক্ষিণে ১২১ ভোট, জব্বলপুর উত্তরে ৫৭৮ ভোট, দামোহে ৭৯৮ ভোট ও বিয়াওরায় ৮২৬ ভোটে বিজেপি হেরে গিয়েছে। এর যোগফল করলে দাঁড়ায় ৪৩৩৭ টি ভোট।

[আরও পড়ুন: এবার দক্ষিণে নাম বদলের হিড়িক! একলপ্তে ৩ হাজার স্থানের নাম বদলাচ্ছে তামিলনাড়ুতে ][আরও পড়ুন: এবার দক্ষিণে নাম বদলের হিড়িক! একলপ্তে ৩ হাজার স্থানের নাম বদলাচ্ছে তামিলনাড়ুতে ]

মধ্যপ্রদেশে ২৩০টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ১০৯টি আসনে। কংগ্রেস জিতেছে ১১৪টি আসনে। এই কটি আসনে বিজেপিকে হারিয়ে সবকটিতেই জয়ী হয়েছে কংগ্রেস।

রাজ্যের মোট ৩.৭৭ মোটি ভোটার ২৮ নভেম্বর ভোট দান করেন। বিজেপি পেয়েছে ৪১ শতাংশ ভোট। কংগ্রেস পেয়েছে ৪০.৯ শতাংশ ভোট। অর্থাৎ বিজেপি কংগ্রেসের চেয়ে ৪৭, ৮২৪টি ভোট বেশি পেয়েও হেরে গিয়েছে।

[আরও পড়ুন:সবরিমালায় বিক্ষোভ মধ্যগগনে, গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্যক্তির ][আরও পড়ুন:সবরিমালায় বিক্ষোভ মধ্যগগনে, গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্যক্তির ]

মধ্যপ্রদেশে ১ হাজারের কম ভোটে প্রার্থী জিতেছে এমন আসন রয়েছে ১৩টি। তার মধ্যে কংগ্রেস ১১টিতে ও বিজেপি ২টিতে জয়লাভ করেছে। এরাজ্যে বিএসপি ২টি, সমাজবাদী পার্টি ১টি ও নির্দলরা ৪টি আসন পেয়েছে।

[আরও পড়ুন: অসমে পঞ্চায়েত ভোটে জয়ের ধারা অব্যাহত বিজেপির, উত্তর-পূর্বে বজায় রইল আধিপত্য][আরও পড়ুন: অসমে পঞ্চায়েত ভোটে জয়ের ধারা অব্যাহত বিজেপির, উত্তর-পূর্বে বজায় রইল আধিপত্য]

English summary
4337 votes BJP needed to form the govt again in Madhya Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X