কোভিড ভ্যাকসিন নেওয়ার পরই মৃত্যু! হায়দরাবাদের ঘটনায় উদ্বেগ
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর তরফে জানানো হয়েছে, ভ্যাকসিন ঘিরে কোনওরকমের রটনা গ্রাহ্য করা হবে না। কোনও ভুল ধরানার বশে কোনও ভুল বার্তা যেন মানুষের কাছে না পৌঁছায়। এদিকে, ভ্যাকসিন ঘিরে একাধিক জল্পনার মধ্যেই ১৬ জানুয়ারি থেকে দেশে টিকাকরণ শুরু হয়। তারপরই এদিন হায়দরাবাদ থেকে উদ্বেগজনক খবর আসে।

জানা গিয়েছে, হায়দরাবাদে এক ৪২ বছর বয়সী ব্যক্তি করোনা ভ্যাকসিন নেওয়ার খানিক পরেই মারা যান। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। শুরু হয়েছে উদ্বেগ। তবে গোটা ঘটনা আপাতত তদন্ত করে দেখা হেব বেল খবর। ১৯ জানুয়ারি বেলা ১১:৩০ মিনিট নাগাদ করোনা টিকা নেন। তারপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করতেই তিনি মারা যান।
এদিকে এইএফআইয়ের তরফে গোটা ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। এইএফআইয়ের নিজস্ব কমিটি এই তদন্তে নামবে। এদিকে, টিকাকরণের মধ্যেই আজ করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা ১,০৫, ৯৫, ৬৬০ -তে। মৃত্যু হয়েছে ১৬২ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৫২, ৭১৮-তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪৪ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১০২, ৪৫, ৭৪১ জন।