For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ৪২ ছাড়াল, আহত শতাধিক

  • |
Google Oneindia Bengali News

পটনা, ২৩ এপ্রিল : বিহারের পুর্ণিয়া ও কাটিহার জেলায় ঝড়-বৃষ্টির ঘটনায় মৃতের সংখ্যা ৪২ ছাড়িয়েছে। মঙ্গলবার রাতের ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

গত মঙ্গলবার রাতে বিহারের উত্তর ও উত্তর-পূর্বের জেলা পুর্ণিয়া, কাটিহার, মাধেপুরা এবং সহরসায় ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টি হয়। এতে মানুষের প্রাণহানির ঘটনার পাশাপাশি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে।

বিহারে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ৪২ ছাড়াল, আহত শতাধিক


যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করা যায়নি। পুর্ণিয়া জেলাই এই ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার ১২ টি ব্লকের অবস্থা সবচেয়ে সঙ্গীন। সব জেলাতেই রবি শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ত্রাণ ও উদ্ধারকার্যে তদারকি করে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, বেশিরভাগ জায়গায়ই শস্যে নষ্ট হয়ে গিয়েছে। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেছেন এবং কেন্দ্র থেকে সাহায্য করা হবে বলে তিনি জানিয়েছেন।

এছাড়া ঝড়ে মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছেন নীতীশ কুমার। তিনি আরও জানান, ঝড় ও শিলাবৃষ্টির ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আগাম কোনো আভাস ছিল না। এই কারণে সতর্কতা না নেওয়ার ক্ষতির পরিমাণ বেড়েছে। ঘণ্টায় ১৫০-২০০ কিলোমিটার বেগে ঝড় হয় বলেও জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, এই ঝড়ের আগেই শস্যচাষে ক্ষতিগ্রস্ত বিহারের কৃষকদের জন্য ১৭৬০ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করে নীতীশ সরকার।

English summary
42 dead in late night storm, over 100 injured in Bihar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X