For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যপ্রদেশে ৪০ জন গ্রেফতার ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে! দুধ ব্যবসা ঘিরে তোলপাড় কমলনাথের রাজ্যে

দেশের বিভিন্ন অংশে লাগু রয়েছে ১৪৪ ধারা। একের পর এক রাজ্যে নাগরিকত্ব ইস্যুতে অশান্তির জেরে মৃত্যু হয়েছে বহু জনের। একাধিক জাায়গায় হিংসার ঘটনার জন্য গ্রেফতার করা হয়েছে বহু মানুষকে।

  • |
Google Oneindia Bengali News

দেশের বিভিন্ন অংশে লাগু রয়েছে ১৪৪ ধারা। একের পর এক রাজ্যে নাগরিকত্ব ইস্যুতে অশান্তির জেরে মৃত্যু হয়েছে বহু জনের। একাধিক জাায়গায় হিংসার ঘটনার জন্য গ্রেফতার করা হয়েছে বহু মানুষকে। এদিকে, মধ্যপ্রদেশ জুড়েও গ্রেফতার করা হয়েছে ৪০ জনকে। তবে মধ্যপ্রদেশের এই ধৃত ৪০ জনের বিরুদ্ধে রয়েছে দুধে ভেজাল মেশানোর অভিযোগ।

মধ্যপ্রদেশে ৪০ জন গ্রেফতার ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে! দুধ ব্যবসা ঘিরে তোলপাড় কমলনাথের রাজ্যে

মধ্যপ্রদেশের মন্ত্রী তুলসী সিলওয়াত জানিয়েছেন, গত ৪ মাস ধরে দুধে জল মেশানোর একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে মধ্যপ্রদেশে। আর তার জন্যই ১০৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এদের বিরুদ্ধে মধ্যপ্রদেশের একাধিক জায়গায় দুধে ভেজাল তথা দুগ্ধজাত খাদ্যে ভেজাল মেশানোর অভিযোগ রয়েছে। আর তার জেরেই শক্ত ব্যবস্থা নিয়েছে মধ্যপ্রদেশের কমলনাথের সরকার। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪০ জন।

'শুধকে লিয়ে যুধ' এই স্লোগানে মধ্যপ্রদেশ সরকার নিজের নীতিতে এগিয়ে যাচ্ছে। এই স্লোগানের মাধ্যমে মধ্যপ্রদেশ জুড়ে একাধিক জায়গায় ধড়পাকড় চালু হয়ে যায়। কোনও মতেই যেন রাজ্যে দুধে ভেজাল মেশানো না হয়। আর তার জেরেই চলছে এমন অভিযান। যার জেরে ন্য়াশনাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করা হয়েছে ৪০ জনকে।

মমতার জন্ম পৃথিবী ধ্বংস করতে, মাত্রা ছাড়ালেন তৃণমূলত্যাগী বিজেপি সাংসদমমতার জন্ম পৃথিবী ধ্বংস করতে, মাত্রা ছাড়ালেন তৃণমূলত্যাগী বিজেপি সাংসদ

English summary
40 people under National Security Act booked in MP, lodges FIRs against 106 for milk adulteration.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X