For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনের আগে বিজেপি-র দুই রাজ্যে মৃত্যু মিছিল, ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ যোগীর

লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে মৃত্যু মিছিল। শুক্রবার সকাল থেকে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্য়ু-র খবর পাওয়া গিয়েছে।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে মৃত্যু মিছিল। শুক্রবার সকাল থেকে এখন পর্যন্ত ৪০ জমের মৃত্য়ু-র খবর পাওয়া গিয়েছে। এখনও হাসপাতাল ভর্তি অসংখ্য। জানা গিয়েছে এই ঘটনা বিষমদকাণ্ডের জেরে।

কয়েক ঘণ্টার মধ্যে ২ রাজ্যে মৃতের সংখ্যা ছুঁল ৪০

উত্তর প্রদেশের সাহারনপুরেই বিষমদ পান করে ১৮ জনের মৃত্যু হয়েছে। এখনও হাসপাতালে ভর্তি অন্তত ৪২ জন। এঁদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সাহারানপুরের জেলাশাসক অলোক পাণ্ডে। উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার লাগোয়া এলাকা থেকে বিষমদকাণ্ডে আরও ১২ জনের মৃত্যুর খবর মিলেছে।

এই দুই এলাকাই উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের সীমানায় এবং এই দুই রাজ্যের মানুষ একই জায়গা থেকে বিষমদ সংগ্রহ করেছিলেন বলে জানা গিয়েছে। বিষমদ-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবারই এই মর্মে তিনি ১৫ দিন ধরে অভিযান চালাতে পুলিশ ও আবগারি দফতরকে নির্দেশ দিয়েছেন।

বিষমদকাণ্ডে মৃতদের পরিবারকে এককালীল ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ এবং হাসপাতালে ভর্তি থাকাদের ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। এমনকী কুশিনগর ও সাহারানপুরের জেলা আবগারি অফিসারের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

বিষমদকাণ্ডে অসুস্থদের চিকিৎসা যাতে যথাযথভাবে হয় তার জন্য প্রশাসনকে নির্দেশও দিয়েছেন যোগী আদিত্যনাথ। এমনকী, যে দুই এলাকা থেকে বিষমদকাণ্ডে মৃত্যুর খবর এসেছে সেখানে থাকা পুলিশ অফিসারদের কাছ থেকে জবাবদিহি তলব করতে ও ব্যবস্থা নিতে ডিজিপি-কে নির্দেশও দিয়েছেন যোগী আদিত্যনাথ।

শুক্রবার সকালে প্রথমে সাহারানপুরে উমাহি গ্রামে ১০ জনের অসুস্থ হওয়ার খবর আসে। হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরুর পরও এদের অবস্থা সঙ্কটজনক হয়ে যায়। জানা যায় এরা সকলেই একই দোকান থেকে দেশিমদ কিনে খেয়েছিলেন। সাহারানপুরের-ই সারবাতপুর গ্রামেও ১৬ জনের অসুস্থতার খবর মেলে। এরমধ্যে ৩ জনের মৃত্যু হয়। সাহারানপুরের লাগোয়া উত্তরাখণ্ডের সীমানা থেকেও ১২ জনের মৃত্যুর খবর আসে। জানা গিয়েছে এই এলাকায় মৃত ও অসুস্থরা বৃহস্পতিবার রাতে একটি শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে তারা দেশি মদ পান করেছিলেন। এরপরই রাত থেকে সকলে অসুস্থ হতে থাকেন এবং শুক্রবার সকালের মধ্য়ে কয়েক জনের মৃত্যু হয়।

উত্তরাখণ্ডের সহকারী আবগারি কমিশনার অর্চনা গাহারওয়ার জানিয়েছেন, এই ঘটনায় ১৩ জন আবগানরি কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

English summary
In two separate incidents, 40 people are died after consuming the illicit liquor in Uttar Pradesh and Uttarakhand.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X