For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভ্যাকসিন ডোজ নেওয়ার পরও লখনউ হাসপাতালের ৪০ জন চিকিৎসক করোনা পজিটিভ

লখনউ হাসপাতালের ৪০ জন চিকিৎসক করোনা পজিটিভ

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওযার পরও কোভিড–১৯–এ আক্রান্ত হলেন ৪০ জন চিকিৎসক। জানা গিয়েছে, লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির ভাইস–চ্যান্সেলর লেফটেন্যান্ট জেনারেল (‌অবসরপ্রাপ্ত)‌ বিপিন পুরি সহ ৪০ জন চিকিৎসকের কোরনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর পরই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহল থেকে।

ভ্যাকসিন ডোজ নেওয়ার পরও ভাইরাসে আক্রান্ত

ভ্যাকসিন ডোজ নেওয়ার পরও ভাইরাসে আক্রান্ত

জানা গিয়েছে যে গত ২৫ মার্চ ভাইস-চ্যান্সেলর করোনা ভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন এবং গত বছরের অগাস্টে করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি দ্বিতীয়বার কোভিডে আক্রান্ত হলেন। এই পরিস্থিতির ওপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে কেজিএমইউয়ের সন্দীপ তিওয়ারি বলেন, '‌গত চারদিনে, ৪০ জন চিকিৎসক সহ মেডিক্যাল সুপারিটেনডেন্ট হিমাংশু করোনা ভাইরাসে আক্রান্ত হন।'‌ অধিকাংশ চিকিৎসকই ভ্যাকসিনের দু'‌টি ডোজ নেওয়ার পরও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 অন্যান্য হাসপাতালের প্রধানরাও করোনায় আক্রান্ত

অন্যান্য হাসপাতালের প্রধানরাও করোনায় আক্রান্ত

আক্রান্ত চিকিৎসকদের মধ্যে ২০ জন জেনারেল সার্জারি বিভাগের, ন'‌জন ইউরোলজি বিভাগের এবং তিনজন মেডিসিন বিভাগের বলে জানা গিয়েছে। অন্যান্য ফ্যাকাল্টি বিভাগের সদস্যরা ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গের অভিযোগ করায় মঙ্গলবার তাঁদেরও টেস্ট করানো হয়েছে এবং তাঁদের রিপোর্ট পরে পাওয়া যাবে। বুধবার হাসপাতালের বিভিন্ন বিভাগের সমস্ত কর্মীর স্ক্রিনিং করানো হয়।

সঞ্জয় গান্ধী পোস্ট গ্র‌্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, মেদান্ত হাসপাতাল ও ইরা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধানরাও ভ্যাকসিন নেওয়ার পরও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাঁরা। বিজেপি নেতা জগদম্বিকা পালের জ্বর হওয়ার পর তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন।

 উত্তরপ্রদেশে মৃত্যু ৭ জনের

উত্তরপ্রদেশে মৃত্যু ৭ জনের

এরই মধ্যে উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,২৪৮ জনে। লখনউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পদ্মশ্রী পুরস্কার খ্যাত ব্রজেশ শুক্লা ও পুলিশ লাইনের মুখ্য ফার্মাসিস্ট আর কে চৌধুরি এই নতু করোনায় মৃতের তালিকায় রয়েছেন।

 কোভিড হটস্পট লখনউ

কোভিড হটস্পট লখনউ

কোভিডের হটস্পট লখনউতে গত ২৪ ঘণ্টায় ১,১৮৮ টি নতুন কেস সনাক্ত হয়েছে। বর্তমানে ৪,৫৬০ জন করোনা ভাইরাসের রোগী বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

করোনা ভয় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি, বড়সড় জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস আইএমএফেরকরোনা ভয় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি, বড়সড় জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস আইএমএফের

English summary
Even after vaccination, 40 doctors in Lucknow are infected with coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X