For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে এখনও চিন ফুঁসছে! ড্রাগন বাহিনীর সেনার উপস্থিতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য

  • |
Google Oneindia Bengali News

লাদাখে সাম্প্রতিক কূটনৈতিক বৈঠকের পরও সম্পূর্ণ উত্তেজনা কাটেনি! অন্তত এদিনের রিপোর্ট তেমনই ইঙ্গিত দিচ্ছে। লাদাখ সীমান্তে এখনও পর্যন্ত লালফৌজের ব্যাপক প্রভাব রয়েছে বলে খবর। সংবাদ সংস্থা এএনআই তেমনটাই জানাচ্ছে।

 লাদাখে চিনের সেনা এখনও!

লাদাখে চিনের সেনা এখনও!

সংবাদ সংস্থা এনএনআইয়ের রিপোর্ট অনুযায়ী , লাদাখে চিনের চল্লিশ হাজার সেনা এখনও রয়েছে। বিস্তারবাদের নেশায় মত্ত চিন এখনও গালওয়ান থেকে সেনা সরানোর গোঁড়া মনোভাব ছাড়েনি বলে খবর। আর তার প্রমাণ ভারতীয় গোয়েন্দাদের হাতে এসেছে।

 প্রচুর অস্ত্র মোতায়েন

প্রচুর অস্ত্র মোতায়েন

লাদাখ সীমান্তে প্রচুর সেনার পাশাপাশি, বহুল পরিমাণে অস্ত্র মজুত করে রেখেছে চিন। তেমনই তথ্য উঠে আসতে শুরু করেছে। এর আগে,এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চিনের ভিতরে আলাদা লাদাখ মডেল তৈরি করে চিনের সেনা যুদ্ধাভ্যাস করে গিয়েছে। দিনের পর দিন এই মডেল তৈরি করে কীভাবে ভারতের বুকে আক্রমণ শানানো যায়, তার ব্লু প্রিন্ট তৈরি করেছে লালফৌজ। সেই তথ্যই এবার প্রকাশ্যে।

 কোন গোপন ব্লু প্রিন্ট লাদাখে?

কোন গোপন ব্লু প্রিন্ট লাদাখে?

ভারত সীমান্ত থেকে দূরে ২৫ ০০ কিলোমিটার জুড়ে অবস্থিত চিনের এই লাদাখ মডেল। যার মধ্যে আক্রমণ কীভাবে শানাতে হবে তা দিনের পর দিন চিনা সেনাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চিনের নিনজিয়াতে এমন মডেল তৈরি করা রয়েছে।

 অস্ত্র সজ্জা ও বিস্তারবাদের নেশা

অস্ত্র সজ্জা ও বিস্তারবাদের নেশা

এক বেসরকারি চ্যানেলের খবর অনুযায়ী, জুলাই মাসের ১১ তারিখের সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে, লেহ থেকে ২৫০ কিলোমিটার দূরে রয়েছে চিনের অস্ত্রভাণ্ডার। আর সন্দেহ রয়েছে এই অস্ত্রভাণ্ডারকে ঘিরেই। বেসরকারি চ্যানেলের তথ্য অনুযায়ী, চিনের সবচেয়ে ভয়ানক অস্ত্র গ্যারিসন মিসাইল। আর সেই উন্নততর মিসাইল সম্ভবত , চিন লেহ থেকে ২৫০ কিলোমিটার দূরের অস্ত্রভাণ্ডারে রেখেছে। উল্লেখ্য, এই অস্ত্র ভাণ্ডার মাটির নিচে রয়েছে বলে খবর।

English summary
40,000 troops Of Chinese army still present on Ladakh front
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X