For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জন্মদিনে মন্দিরে যাওয়ার অবদার ৪ বছরের দলিত শিশুর, কড়া শাস্তি ‘খাপ পঞ্চায়েতে’

জন্মদিনে মন্দিরে যাওয়ার অবদার ৪ বছরের দলিত শিশুর, কড়া ‘শাস্তির’ মুখে পরিবার

  • |
Google Oneindia Bengali News

কালের নিয়মে আধুনিকতার ছোঁয়া লাগলেও ভারতে জাত-পাতের অস্থির প্রবাহ আজও অব্যাহত। আর তারই নিকৃষ্টতম নজির ফের দেখা গেল কর্নাটকে। মন্দিরে প্রবেশ করা এক দলিত শিশুর পরিবারকে পড়তে হল বড় জরিমাণার মুখে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ভারতের কর্ণাটকের কোপ্পাল জেলার কুস্তাগি থানা এলাকার মিয়াপুরা গ্রামে। সূত্রের খবর, শিশুটির বয়স মাত্র চার বছর।

বসে সালিশি সভা

বসে সালিশি সভা

স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী মিয়াপুরা গ্রামের ওই শিশুটির জন্মদিন ছিল। আর তাই তার ইচ্ছা হয়েছিল তার পাশের গ্রামে থাকা ওই মন্দিরে যাওয়ার। তথ্য অনুসারে, বাবার কাছে সেই আবদার করাতে ছোট্ট শিশুটির অনুরোধ ফেলতে পারেনি বাবা। চেন্নাদাসার সম্প্রদায়ের চন্দ্রশেখর তার ৪ বছরের ছেলেকে ৪ সেপ্টেম্বর পাশের গ্রামের হনুমান মন্দিরে নিয়ে যান। কিন্তু সেই গ্রামটিতে আবার উচ্চবর্ণের ব্যক্তিদের বসবাস। যেখানে দলিতদের যাওয়া বারণ।

করা হয় মোটা অঙ্কের জরিমানা

করা হয় মোটা অঙ্কের জরিমানা

শুনতে অবাক লাগলেও এখনও সেখানে জারি রয়েছে এই জাতিয় নিয়ম। এদিকে দলিত শিশুর মন্দিরে প্রবেশের কথা চাউর হতে ঢিঁ ঢিঁ পড়ে যায় সাড়া গ্রামে। বসে সালিশি সভা। ওই সালিশিসভাতেই ঠিক হয় এই অপরাধের জন্য শিশুটির পরিবারকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। যার মোট পরিমাণ ৩৬ হাজার টাকা। যার মধ্যে ১১ হাজার টাকা খরচ করা হবে মন্দির পরিষ্কার করার জন্য।

 কী নিয়ম রয়েছে ওই গ্রামে

কী নিয়ম রয়েছে ওই গ্রামে

এর মধ্যে বাকি ২৫ হাজার টাকা যাবে উঁচু জাতের সমাজের মাথাদের কাছে। ওই গ্রামের চিরাচরিত নিয়ম অনুসারে কোনোদিনই দলিতরা মন্দিরে প্রবেশ করতে পারবে না। তারা খুব বেশি হলে মন্দিরের সামনে দাঁড়িয়ে থেকে প্রার্থনা করতে পারে। কিন্তু গ্রামের মাতব্বরা সাফ জানান নিয়ম যখন ভেঙেছে ত শাস্তি পেতেই হবে ওই দলিত পরিবারকে। দিতে হবে জরিমানার টাকা। এদিকে দারিদ্রের জ্বালা ধুঁকতে থাকা ওই দলিত পরিবারের মাথায় তখ যেন পাহাড় ভেঙে পড়ে।

গ্রেফতার মন্দিরের পুরোহিত

গ্রেফতার মন্দিরের পুরোহিত

এদিকে এই ঘটনার কথা বাইরে আসতেই মাঠে নামেন সমাজকর্মীরা। স্থানীয় সমাজকর্মী বালাচন্দ্র কুস্তাগি থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে আসরে নামে পুলিশ। ইতিমধ্যেই দলিত নিগ্রহ আইন মোতাবেক একাধিক ধারায় রুজু করা হয়েছে মামলা। গ্রেফতার করা হয় পাঁচ অভিযুক্তকে। যাদের মধ্যে একজন ওই মন্দিরের পুরোহিত।

প্রতীকী ছবি

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
4-year-old Dalit child forced to go to temple on birthday, severely punished in 'Khap Panchayat'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X