For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাপ্তাহিক ৪ দিনের কর্মদিবস, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শ্রম বিধিতে বড় বদলের সম্ভাবনা

সাপ্তাহিক ৪ দিনের কর্মদিবস, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শ্রম বিধিতে বড় বদলের সম্ভাবনা

  • |
Google Oneindia Bengali News

জাপান, ফিনল্যান্ডের পর এবার সপ্তাহে চার দিন কাজের নিয়মের বাস্তবায়নে তোড়জোর শুরু করে দিয়েছে ভারত সরকার। একইসঙ্গে কর্মীদের জন্য বিনামূল্য স্বাস্থ্যসেবা, মেডিকেল চেকঅ্যাপ দেওয়ার ব্যাপারেো ভাবনা চিন্তা চলছে বলে জানা যাচ্ছে। শ্রম দফতরের শ্রম ও কর্মসংস্থান সেক্রেটারি অপূর্ব চন্দ্র সম্প্রতি একথা জানিয়েছেন বলে জানা যাচ্ছে।

সপ্তাহে চারদিনের কর্মদিবস ?

সপ্তাহে চারদিনের কর্মদিবস ?

অন্যদিকে কেন্দ্রের খসড়া প্রস্তাব তৈরি হলেও এইক্ষেত্রে রাজ্যগুলিরও মতামত নেওয়াও শুরু হয়ে গিয়েছে বলে খবর। যদিও কর্মদিবস সপ্তাহে ৫ থেকে কমিয়ে ৪ করা হলেও সাপ্তাহিক কাজের সীমা ৪৮ ঘন্টাই থাকছে বলে জানা যাচ্ছে। এ নিয়ে অবশ্য অনেকদিন ধরেই জল্পনা চলছিল। এমনকী লকডাউনের পর যে শ্রম আইনে বড়সড় বদল আসবে সে কথাও শোনা গিয়েছিল। অবশেষে বর্তমানে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পথে এগোতে চাইছে কেন্দ্র।

 শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পথে এগোবে কেন্দ্র

শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পথে এগোবে কেন্দ্র

সূত্রের খবর, শীঘ্রই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের তরফে শ্রম আইনে চারটি নয়া বিধির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তও গ্রহণ করা হবে বলে খবর। শ্রমনীতির শর্তাবলী চূড়ান্ত করতে চলতি সপ্তাহে সংশ্লিষ্ট সব দফতরের সঙ্গে শেষ পর্যায়ের আলোচনা সম্পূর্ণ করেছে কেন্দ্রীয় সরকার। এদিকে গত সেপ্টেম্বর মাসে এনডিএ সরকারের সংস্কার নীতির অংশ হিসেবে ২৪টি কেন্দ্রীয় শ্রম আইন সংযুক্ত করে নয়া তিনটি বিল সংসদে পাশ করানো হয়।

কী বলছে শ্রমিক সংগঠনগুলি ?

কী বলছে শ্রমিক সংগঠনগুলি ?

এদিকে কেন্দ্রেক শ্রম দফতরের তিনটি শ্রমনীতি বিলের প্রথমটিতে জোর দেওয়া হয়েছে শ্রমিকদের পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য এবং কাজের পরিবেশের উপরে। দ্বিতীয় বিলটিতে প্রাধান্য পেয়েছে শিল্প সম্পর্ক নীতি। তৃতীয় বিলে গুরুত্ব পেয়েছে শ্রমিকদের সামাজিক নিরাপত্তার দিকটি। যদিও এই বিল নিয়ে বিশেষ উচ্ছ্বসিত নয় শ্রমিক সংগঠনগুলি। তাঁদের মতে, এই নয়া শ্রমনীতি আদপে শ্রমিক স্বার্থ বিরোধী এবং কর্তৃপক্ষের হাতে ইচ্ছা অনুযায়ী ছাঁটাইয়ে সহযোগী।

 ভিন্ন মত উঠে আসছে সমাজের বিভিন্ন মহল থেকে

ভিন্ন মত উঠে আসছে সমাজের বিভিন্ন মহল থেকে

যদিও কর্মীদের ফ্রি মেডিকেল চেকআপ ও সপ্তাহে চার দিনের কর্মদিবস নিয়ে ভিন্ন ভিন্ন মত উঠে আসছে সমাজের বিভিন্ন মহল থেকে। মূলত কর্মচারি রাজ্য বীমা কর্পোরেশনের মাধ্যমেই কর্মীদের স্বাস্থ্যসেবার দিকটি পুরুপুরি নিশ্চিত করতে চাইছে কেন্দ্র। এদিকে অতিরিক্ত কাজের ফলে মানুষের অকাল মৃত্যু নিয়ে বিগত কিছু বছর ধরেই জোরদার আলোচনা শুরু হয়েছে বিশ্বের নানা প্রান্তে। তাই ভারতের আগে জাপান, স্পেন, ফিনল্যান্ডের মতো দেশেও এই ধরণের উদ্যোগ নিতে দেখা যায়।

তৃণমূল কি 'দুর্বল' হয়ে পড়েছে, দলত্যাগীদের আক্রমণ করে মুখ্যমন্ত্রীর বার্তায় জল্পনাতৃণমূল কি 'দুর্বল' হয়ে পড়েছে, দলত্যাগীদের আক্রমণ করে মুখ্যমন্ত্রীর বার্তায় জল্পনা

English summary
India is going to introduce four days weekly work rules?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X