For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আপত্তিকর শব্দের প্রয়োগ'! জোধপুর বিমানবন্দরে গ্রেফতার চার যাত্রী

এয়ার ইন্ডিয়ার বিমানের চার যাত্রীকে অশালীন আচরণ ও মন্তব্য করার দায়ে গ্রেফতার করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

এয়ার ইন্ডিয়ার বিমানের চার যাত্রীকে অশালীন আচরণ ও মন্তব্য করার দায়ে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জোধপুর বিমানবন্দরে। মাঝ বিমান আপত্তিকর ভাষা প্রয়োগ করেন ওই যাত্রীরা। যাতে নিরাপত্তা ভঙ্গ হয় বলে দাবি করা হয়েছে।

আপত্তিকর শব্দের প্রয়োগ! জোধপুর বিমানবন্দরে গ্রেফতার চার যাত্রী

মুম্বই থেকে জোধপুর গামী এয়ার ইন্ডিয়ার বিমান নামতেই পুলিশ ও সিআইএসএফ মিলে চারজনকে হেফাজতে নেয়। অভিযোগ, বিমান মুম্বই ছাড়াতেই অভিযুক্ত যাত্রীরা ককপিটে যাওয়ার চেষ্টা করেন ও বিমান ছিনতাইয়ের হুমকিও দেন। বিমান জোধপুরে নামতেই তাদের তড়িঘড়ি হেফাজতে নেওয়া হয়। ২ অক্টোবর বিমান ছিনতাইয়ের হুমকি দেওয়া হয়।

জোধপুর থেকেও মুম্বইয়ের বিমানটি ছাড়ার আগে নিরাপত্তার খাতিরে জোর তল্লাশি চালানো হচ্ছে। তদন্ত চলছে। এর আগে ২৩ সেপ্টেম্বর এক যাত্রী দিল্লি-পাটনা বিমানের দরজা খোলার চেষ্টা করেছিলেন। তাকেও আটক করা হয়।

এদিকে জোধপুরের ঘটনার জেরে বাকী বিমানের উড়ানও সাময়িক বাতিল করা হয়েছে। আটকদের জেরা করে ঘটনার অন্য কোনও আঙ্গিক রয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে।

English summary
4 passengers of Air India flight detained at Jodhpur airport for using objectionable language
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X