For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে প্রতি ৫ জনের মধ্যে ৪ জনেরই মৃত্যুর কারণই অজানা, সেনসাস কমিশনারের রিপোর্টে চাঞ্চল্য

ভারতে প্রতি ৫ জনের মধ্যে ৪ জনেরই মৃত্যুর কারণই অজানা, সেনসাস কমিশনারের রিপোর্টে চাঞ্চল্য

  • |
Google Oneindia Bengali News

গোটা দেশ জুড়ে যখন ক্রমাগত উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ তখন আরও চাঞ্চল্য বাড়াল সদ্য প্রকাশিত সেনসাস কমিশনের একটি রিপোর্ট। সেখানে দেখা যাচ্ছে ভারতে পাঁচটি মৃত্যুর মধ্যে একটিরও কম মৃত্যুর কারণ দর্শানো হয়েছে। নেই কোনও মেডিকেল সার্টিফিকেটও।

কি বলছে সেনসাস কমিশনের রিপোর্ট

কি বলছে সেনসাস কমিশনের রিপোর্ট

সূত্রের খবর, ঝাড়খণ্ডে মোট মৃত্যুর মধ্যে মাত্র ২.৫ শতাংশ ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট রয়েছে। উত্তরপ্রদেশে এই হার ৩.১ শতাংশ, এবং বিহারের ক্ষেত্রে তা ৪.৭ শতাংশ। সম্প্রতি সেনসাস কমিশনারের অফিসের দ্বারা প্রকাশিত দুটি প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে এই তথ্য দেখা যাচ্ছে।

করোনাকালে বাড়ছে উদ্বেগ

করোনাকালে বাড়ছে উদ্বেগ

এদিকে করোনাকালে অসংখ্য ব্যক্তির মৃত্যুর আসল কারণ নিয়ে একাধিক রাজ্যে এর আগে ধোঁয়াশা দেখা যায়। নামে উঠে আসে পশ্চিমবঙ্গেরও। পরবর্তীতে কালে করোনায় আক্রান্ত হলেও উঠে আসে কোমরবিডিটির তত্ত্ব। ধোঁয়াশা দেখা যায় বিহারেরও। এমতাবস্থায় সেনসাস কমিশনের রিপোর্টে দেখা যাচ্ছে সংখ্যাতত্ত্বের বিচারে গোটা দেশে প্রতি পাঁচ মৃত ব্যক্তির মধ্যে প্রায় একজনের কাছেও ডেথ সার্টিফিকেট নেই।

বিহার, উত্তরাখণ্ড ও ঝাড়খণ্ডে সমস্যার পরিমাণ দ্বিগুণ

বিহার, উত্তরাখণ্ড ও ঝাড়খণ্ডে সমস্যার পরিমাণ দ্বিগুণ

বিহার, উত্তরাখণ্ড ও ঝাড়খণ্ডে এই সমস্যা দেশের অন্যান্য অংশের থেকে প্রায় দ্বিগুণ। বিশেষজ্ঞরা এর জন্য অবশ্য অনেকাংশেই জনসচেতনতাকেই দায়ী করছেন। যে কোনও করণে কোনও মৃত ব্যক্তির সংশ্লিষ্ট মহল থেকে ডেথ সার্টিফিকেট সংগ্রহের ক্ষেত্রে তার পরিবারের সদস্যদের মধ্যে অনীহা কাজ করে। অবার উল্টোদিকে একইভাবে মেডিকেল শংশাপত্র ইস্যুর ক্ষেত্রে সংশ্লিট বিভাগেরও যথেষ্ঠ গড়িমসি রয়েছে।

ডেথ সার্টিফিকেট ইস্যু তলানিতে এসে ঠেকেছে একাধিক রাজ্যে

ডেথ সার্টিফিকেট ইস্যু তলানিতে এসে ঠেকেছে একাধিক রাজ্যে

সূ্ত্রের খবর, মৃত্যুর কারণ হিসাবে মেডিকেল শংসাপত্রের (এমসিসিডি) প্রতিবেদন অনুসারে, বর্তমানে প্রতি সাতজনের মধ্যে একজনের ক্ষেত্রেই মৃত্যুর কারণ দর্শাতে সার্টিফিকেট দেওয়া হয়। পাশাপাশি অনেক রাজ্যের মৃতের নাম রেজিস্টার্ড থাকলেও মৃতের ডেথ সার্টিফিকেট ইস্যু তলানিতে এসে ঠেকেছে। একইচিত্র অসম, মধ্যপ্রদেশেও। অসমে ৬৬.৯ শতাংশ ব্যক্তির মৃত্যুর নিবন্ধিত করা হলেও ডেথ সার্টিফিকেট ইস্যুর সংখ্যা মাত্র ১২ শতাংশ। মধ্যপ্রদেশের তুল্যমূল্য বিচারে এই সংখ্যা ৭৮.৮% ও ১০.৫ শতাংশ।

ইন্দো-চিন সীমান্তের কাছে মোতায়েন জে-২০ যুদ্ধবিমান, রাফালের ভয়ে শক্তি বাড়াচ্ছে ড্রাগন সেনা? ইন্দো-চিন সীমান্তের কাছে মোতায়েন জে-২০ যুদ্ধবিমান, রাফালের ভয়ে শক্তি বাড়াচ্ছে ড্রাগন সেনা?

English summary
4 out of 5 deaths in India unknown, census commissioners report shocks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X