For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু ভেন্টিলেটরে থাকা চার করোনা আক্রান্ত রোগীর

অগ্নিকাণ্ডের জেরে এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল করোনা আক্রান্তদের। সেখানে গিয়ে মৃত্যু হল চার জনের। রবিবার রাতে আগুন লাগে সুরাটের স্টেশন রোডে আয়ুষ হাসপাতালের আইসিইউ বিভাগে। সেখানে ভর্তি ছিলেন ১৫

  • |
Google Oneindia Bengali News

মুম্বইয়ের স্মৃতি উস্কে ফের অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল করোনা আক্রান্তের। এবার সুরাটের ঘটনা।

ভেন্টিলেটরে থাকা করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য

অগ্নিকাণ্ডের জেরে এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল করোনা আক্রান্তদের। সেখানে গিয়ে মৃত্যু হল চার জনের।

রবিবার রাতে আগুন লাগে সুরাটের স্টেশন রোডে আয়ুষ হাসপাতালের আইসিইউ বিভাগে। সেখানে ভর্তি ছিলেন ১৫ জন করোনা আক্রান্ত।

ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে তৎপরতার সঙ্গে তাঁদের অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে গিয়ে তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আইসিইউ বিভাগের এয়ার কন্ডিশনার থেকে আগুনের সূত্রপাত। হাসপাতালে পাঁচ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভর্তি থাকা ১৫ জন করোনা আক্রান্তের মধ্যে চারজন ভেন্টিলেটরে ছিলেন বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

চিফ ফায়ার অফিসার বসন্ত প্রতীক জানিয়েছেন, দমকলের একটি টিম দ্রুত রোগীদের উদ্ধার করে নিয়ে যায়, আর অপর টিম আগুন নেভানোর কাজ করছিল।

তিনি আরও জানিয়েছেন, আইসিইউ বিভাগ এতটাই ধোঁয়ায় ভরে গিয়েছিল যে জানলা ভাঙতে বাধ্য হন তাঁরা। আক্রান্ত ১৫ জনের মধ্যে ছয়জনকে এসএমআইএমইআর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সাত জনকে নিয়ে যাওয়া হয় সঞ্জীবনী হাসপাতালে ও বাকি দুজনকে নিয়ে যাওয়া হয় এসআইএমএস হাসপাতালে।

আক্রান্তদের মধ্যে যাদের মৃত্যু হয়েছে তারা হলেন রামজি লুখি, মোটা ভারাচা এলাকার বাসিন্দা, কামরেজ এলাকার বাসিন্দা অরবিন্দ সিংহদা, ভারাচার বাসিন্দা রাজু পাটেল ও হীরা বাগের বাসিন্দা আলপাবেন মোরাদিয়া।

ডেপুটি হেলথ কমিশনার ড. আশিষ নায়েক জানিয়েছেন, আলপাবেন মোরাদিয়ার মৃত্যু হয়েছে এসএমআইএমইআর হাসপাতালে। বাকি তিনজনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে। তিনজনই ভেন্টিলেটরে ছিলেন।

English summary
4 Covid Patients Die After Fire Breaks Out At Surat Hospital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X