For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে ঢুকে পড়েছে বেশ কয়েকজন জৈশ জঙ্গি, জারি হল হাই অ্যালার্ট

এতো কিছু করেও আটকানো গেল না। সেই জঙ্গি অনুপ্রবেশ ঘটল কাশ্মীরে। সীমান্তে যখন ব্যাটের গুলির জবাব দিচ্ছে সেনা সেই সুযোগকে কাজে লাগিয়ে ঢুকে পড়েছে বেশ কয়েকজন জৈশ জঙ্গি।

Google Oneindia Bengali News

এতো কিছু করেও আটকানো গেল না। সেই জঙ্গি অনুপ্রবেশ ঘটল কাশ্মীরে। সীমান্তে যখন ব্যাটের গুলির জবাব দিচ্ছে সেনা সেই সুযোগকে কাজে লাগিয়ে ঢুকে পড়েছে বেশ কয়েকজন জৈশ জঙ্গি। খবর পাওয়া মাত্র উপত্যকায় জারি হয়ে গিয়েছে হাই অ্যালার্ট। সূত্রের খবর চার থেকে পাঁচ জনের একটি জঙ্গিদল ঢুকে পড়েছে দেশে। অথচ চারপার ব্যাটের অনুপ্রবেশ ব্যর্থ করেছে বাহিনী।

কাশ্মীরে ঢুকে পড়েছে বেশ কয়েকজন জৈশ জঙ্গি, জারি হল হাই অ্যালার্ট

গোয়েন্দাদের কাছে আগেই খবর ছিল কোনওভাবেই হোক অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে জৈশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার প্রায় ১৫ জন প্রশিক্ষিত জঙ্গি। পুলওয়ামা হামলার মতো বড় নাশকতার ছক কষছে তারা। সেই খবর পাওয়ার পরেই সীমান্তে নিরাপত্তা নিশ্ছিদ্র করে তোলা হয়েছে। যাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর মাছি গলতে না পারে এমন নজরদারি চালানো হচ্ছে। গুরেজ, তাংধার, মাচিল সেক্টরে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। কার্গিলেও নিরাপত্তা জোরদার করেছে সেনা। তারপরেই কীভাবে জঙ্গি অনুপ্রবেশ ঘটল এই নিয়ে চিন্তায় রয়েছে স্থানিয় প্রশাসন। উপত্যকার সীমান্তবর্তী গ্রামগুলিতে নাকা তল্লাশি শুরু হয়েছে।

এদিকে সোমবারের মধ্যে পর্যটক এবং তীর্থযাত্রীদের কাশ্মীর ছাড়তে বলা হয়েছে। দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা এবং গোয়েন্দা প্রধানদের নিয়ে জরুরি বৈঠক করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

English summary
4-5 JeM terrorists have infiltrated successfully i‌n Kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X