For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আশার আলো নেই, ৪.৫ শতাংশেই থমকে থাকবে তৃতীয় ত্রৈমাসিক জিডিপি বৃদ্ধি

আশার আলো নেই, ৪.৫ শতাংশেই থমকে থাকবে তৃতীয় ত্রৈমাসিক জিডিপি বৃদ্ধি

Google Oneindia Bengali News

আশার কথা শোনাল না দেশের অর্থনীতিবিদরা। ট্রাম্পের সফরে দেশের অর্থনীতিতে তেমন প্রভাব যে পড়বে না সেটা তৃতীয় ত্রৈমাসিক জিডিপি বৃদ্ধির সম্ভবনাতেই স্পষ্ট। অর্থনীতিবিদরা জানিয়েছে ৪.৫ শতাংশ হারই রয়ে যাবে ২০২০ সালের তৃতীয় ত্রৈমাসিক বৃদ্ধি।

জিডিপি বৃদ্ধিতে ধাক্কা

জিডিপি বৃদ্ধিতে ধাক্কা

বাজেট অর্থনৈতিক সংস্কার করা হয়েছে দাবি করেও কিছু করতে পারল না মোদী সরকার। তৃতীয় ত্রৈমাসিক জিডিপি বৃদ্ধি সেই ৪.৫ শতাংশই হয়ে থাকবে। এমনই জািনয়েছেন অর্থনীতিবিদরা। স্টেট ব্যাঙ্কের অর্থনৈতিক উপদেষ্টা মণ্ডলীর প্রধান সৌম্যকান্তি ঘোষ জানিয়েছেন, জিডিপি বৃদ্ধি ৪.৫ শতাংশের বেশি হবে না। জুলাই থেকে সেপ্টম্বর মাস পর্যন্ত প্রথম ত্রৈমাসিক হিসেবে ৫ শতাংশ পড়েছে জিডিপি বৃদ্ধি। ২০২০ সালে সেটা টেনেটুনে ৪.৭ শতাংশ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। তারবেশি উঠবে না।

অর্থনীতি চাঙ্গা হওয়ার আশা নেই

অর্থনীতি চাঙ্গা হওয়ার আশা নেই

করোনা ভাইরােসর কোপ পড়েছে দেশের অর্থনীতিতে। একাধিক সামগ্রি চিন থেকে আমদানি করতে পারছে না ভারত। যার জেরে বাজারে সংকট তৈরি হয়েছে। এতেই জিনিসের দাম বেড়ে চলেছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সব জিনিস। সবথেকে বেশি প্রভাব পড়েছে খাদ্য দ্রব্য, সবজিতে। বিশ্ব বাজারে তেলের দাম বাড়ায় জ্বালানির দাম বাড়ছে। গ্যাসের দাম ৯০০ টাকাতে পৌঁছে গিয়েছে। কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে মানুষ।

আমেরিকা সফরে অস্ত্রচুক্তি

আমেরিকা সফরে অস্ত্রচুক্তি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে সফরে নতুন কোনও বিনিয়োগের আশা দেখল না ভারত। তার পরিবর্তে ৩ বিলিয়ন মার্কিন জলার অস্ত্র চুক্তি করে গেেলন ট্রাম্প। এতে কোষাগারে চাপ আরও বাড়ল। িজএসটি থেকে অর্থ সংগ্রহের জন্য একাধিক পণ্যের উপর জিএসটি বাড়িয়ে দিয়েছেন। তাতে কোপ পড়েছে সাধারণ মানুষের উপরেই।

দিল্লি হিংসায় নাক গলালে 'আমেরিকার নির্বাচনেও..'! মার্কিন নেতার টুইটের পর কোন হুমকি বিজেপি নেতার দিল্লি হিংসায় নাক গলালে 'আমেরিকার নির্বাচনেও..'! মার্কিন নেতার টুইটের পর কোন হুমকি বিজেপি নেতার

English summary
4.5% flat in Q3 GDP growth, predict economists
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X