For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগগুরু মোদীকে চেনেন কি? দেখে নিন থ্রি ডি অ্যামিমেশনে

তিনি যোগ-শিক্ষক নন। যদিও তিনি বারবার যোগার কথা বলায় মানুষ তাঁকে যোগ-শিক্ষক বলেই মনে করেন। তাঁকে নিয়ে থ্রি-ডি অ্যানিমেশনও তৈরি হয়েছে। ৪২ তম মন কি বাত অনুষ্ঠানে এমনটাই বললেন প্রধানমন্ত্রী।

  • |
Google Oneindia Bengali News

তিনি যোগ-শিক্ষক নন। যদিও তিনি বারবার যোগার কথা বলায় মানুষ তাঁকে যোগ-শিক্ষক বলেই মনে করেন। তাঁকে নিয়ে থ্রি-ডি অ্যানিমেশনও তৈরি হয়েছে। ৪২ তম মন কি বাত অনুষ্ঠানে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেটা তিনি সবার সঙ্গে শেয়ার করছেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

যোগগুরু মোদীকে চেনেন কি? দেখে নিন থ্রি ডি অ্যামিমেশনে

প্রধানমন্ত্রী বলেছেন, যোগা এখন গণ আন্দোলনে পরিণত হয়েছে। যা পৌঁছে গিয়েছে প্রত্যেক ঘরে।

প্রধানমন্ত্রী নিজে প্রতিদিন শরীর চর্চা করেন। শরীর ও মনকে সুস্থ রাখতে নানা কসরত করেন। বিশ্ব যোগ ব্যায়াম দিবসের আলোচনাতেও তাঁকে পাওয়া গিয়েছিল। কিন্তু তিনি নিজে যে যোগার শিক্ষক নন, তা তিনি বারে বারে উল্লেখ করেছেন।

যোগগুরু মোদীকে চেনেন কি? দেখে নিন থ্রি ডি অ্যামিমেশনে

রবিবারের মন কি বাত অনুষ্ঠানে দেশের কৃষক এবং স্বাস্থ্য সম্পর্কে নানা কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, অবস্থার উন্নতিতে কেন্দ্র নানা ব্যবস্থা নিয়েছে।

২০১৮-র বাজেটের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দেড় গুণ হবে।

স্বাস্থ্য নিয়ে তিনি বলেন, দেশের প্রত্যেকটি অংশে ন্যাশনাল হেলথ সেন্টার স্থাপনে প্রতিজ্ঞা বদ্ধ।

একইসঙ্গে প্রধানমন্ত্রী দেশের দলিত নেতা বিআর আম্বেদকরেরও প্রশংসা করেন। তিনি বলেন, আম্বেদকর আশা করেছিলেন দেশ শিল্পে সমৃদ্ধ হবে।

English summary
3D animation video of Prime Minister Narendra Modi on Yoga is released
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X