For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডিনারে ৩৯ শরিকের সমর্থন মোদীকে! যেসব বিষয় আলোচনায় উঠে এল

নয়া দিল্লির পাঁচ তারা হোটেল। সেখানেই একের পর এক এনডিএ শরিক। সব মিলিয়ে ৩৬ শরিক নেতা উপস্থিত। আর ৩ শরিক নেতা চিঠি লিখে সমর্থনের কথা জানিয়েছেন। সবাই প্রধানমন্ত্রীকে আগাম অভিনন্দন জানালেন।

  • |
Google Oneindia Bengali News

নয়া দিল্লির পাঁচ তারা হোটেল। সেখানেই একের পর এক এনডিএ শরিক। সব মিলিয়ে ৩৬ শরিক নেতা উপস্থিত। আর ৩ শরিক নেতা চিঠি লিখে সমর্থনের কথা জানিয়েছেন। সবাই প্রধানমন্ত্রীকে আগাম অভিনন্দন জানালেন। গায়ে জড়িয়ে দিলেন শাল। এদিনের ফাইভ স্টার ডিনারে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং শিবসেনা প্রধান উদ্ধব থ্যাকরে।

 শরিকদের সিদ্ধান্ত

শরিকদের সিদ্ধান্ত

ডায়াসে মোদীর সঙ্গে এনডিএ-র নেতারা বসে। মোদীর একপাশে অমিত শাহ। আর অন্যদিকে অকালি দলের প্রকাশ সিং বাদল। এই জোটের সিনিয়র মোস্ট নেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং নীতীন গড়কড়িকেও দেখা গিয়েছে আশপাশে। শরিক দলের নেতারা সিদ্ধান্ত গ্রহণ করেন, শক্তিশালী, উন্নত দেশ গঠনের জন্য। একইসঙ্গে ২০২২ সালে ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এই কথা জানান, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং।

'বৈচিত্রের প্রতিনিধিত্ব করছে জোট'

বৈঠকের পরে প্রধানমন্ত্রী টুইট করেন, এনডিএ পরিবারের সঙ্গে। এই জোট ভারতের বৈচিত্রের প্রতিনিধিত্ব করছে বলেও মন্তব্য করেন মোদী।

অমিত শাহের আশা

অমিত শাহ টুইট করে বলেছেন, তারা আশা করছেন দেশের মানুষ ফের তাদের আশীর্বাদ করবেন বড় সমর্থন দিয়ে।

পশ্চিমবঙ্গে হিংসার সমালোচনা

পশ্চিমবঙ্গে হিংসার সমালোচনা

বৈঠকে পশ্চিমবঙ্গে হিংসার সমালোচনা করে সিদ্ধন্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। একইসঙ্গে ইভিএম ইস্যুও আলোচনায় উঠে আসে বলে জানা গিয়েছে।

বৈঠকে মোদী বলেন, ইভিএম নিয়ে বিতর্ক অপ্রয়োজনীয়। সরকারের তরফে পরিকাঠামো ক্ষেত্রে ১০০ লক্ষ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করা হয়। অন্যদিকে ২৫ লক্ষ কোটি টাকা কৃষি ও গ্রামীণ ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে।

রবিবার ১৪ টির মধ্যে ১২ টি বুথ ফেরত সমীক্ষা জানিয়েছে এনডিএ-র আসন সংখ্যা থাকবে ২৮২ থেকে ৩৬৫-র মধ্যে। এইসব বুথ ফেরত সমীক্ষার গড় ফল বলছে এনডিএ পেতে পারে ৩০২ টি আসন এবং কংগ্রেস এবং তার সহযোগীরা পেতে পারে ১২২ টি আসন।

সংসদে ৫৪৩ টি আসনের মধ্যে নির্বাচন হয়েছে ৫৪২ টি আসনে। সংখ্যাগরিষ্ঠ হতে গেলে প্রয়োজন ২৭১ টি আসন। ষষ্ঠ পর্যায়ের নির্বাচনের পর বিজেপি সভাপতি দাবি করেছিলেন তাদের দল ৩০০ পার করে গিয়েছে। কিন্তু শুক্রবার, সপ্তম পর্যায়ের নির্বাচনের আগে, নরেন্দ্র মোদীর সাংবাদিক সম্মেলনের পরিস্থিতি ছিল অনেকটাই অন্যরকমের।

২০১৪-র নির্বাচনে বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। কিন্তু এবার অনেকেই বলছেন, সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য বিজেপির সহযোগীদের প্রয়োজন হবে।

English summary
39 NDA allies pledge support to PM Modi in 5 star meet called by Amit Shah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X