For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সর্ষের মধ্যেই ভুত, আতসকাচের তলায় ৩৯ আমলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ ৩৯ জন আইএএস সহ ৬৮ জনের বিরুদ্ধে, তদন্ত শুরু করেছে ডিওপিটি। নেওয়া হতে পারে শাস্তিমূলক ব্যবস্থা।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

দুর্নীতি ও নানা বেনিয়মের অভিযোগ উঠল ৩৯ জন আইএএস আধিকারিকের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে ডিপার্টমেন্ট অফ পার্সনেল অ্যান্ড ট্রেনিং। এই বিভাগটিই আইএএস-দের বিষয়টি দেখাশোনা করে। সেইসঙ্গে আরও ২৯জন সেন্ট্রাল সেক্রেটারিয়েট
সার্ভিস পদের আধিকারিকের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে।

সর্ষের মধ্যেই ভুত, আতসকাচের তলায় ৩৯ আমলা

সরকারি কাজে আরও স্বচ্ছ্বতা ও গতি আনতে সমস্ত বিভাগের কর্মচারীদের রেকর্ড খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। নিয়ম অনুযায়ী একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারির পারফর্মেন্স তাঁর চাকরি জীবনে দুবার খতিয়ে দেখা হয়। প্রথমবার চাকরি পাওয়ার ১৫ বছর পর আর দ্বিতীয়বার চাকরি পাওয়ার ২৫ বছর পর। সেই রেকর্ড খতিয়ে দেখতে গিয়েই সর্ষের মধ্যে ভুত ধরা পড়ল। অভিযুক্ত ৩৯ জন আইএএস সহ মোট ৬৮ জনের মধ্যে অনেকেই উচ্চ পদস্থ আধিকারিকও রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

গত এক বছরে ৬৭ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারির পারফর্মেন্স রিভিউ শুরু হয়েছে। যাঁদের মধ্যে থেকে আলাদা করা হবে নন- পারফর্মারদের। এই ৬৭ হাজারের মধ্যে ২৫ হাজার কর্মচারিই কেন্দ্রীয় সরকারের গ্রুপ এ আধিকারিক।

English summary
39 IAS and 29 others are under scanner for alleged corruption charges. likely to face disciplinary proceedings.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X