For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোর আগে সুখবর! ৩৮ শতাংশ ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের

পুজোর আগে সুখবর! ৩৮ শতাংশ ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের

Google Oneindia Bengali News

ডিএ বৃদ্ধি নিয়ে সুখবর শোনা যাবে শীঘ্রই। সূত্রের খবর দুর্গাপুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর ঘোষণা হতে চলেছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই ঘোষণা হতে পারে ডিএ বাড়ানোর কথা। সপ্তম পে কমিশনের আওতায় ৩৮ শতাংশ ডিএ বাড়ানোর কথা কেন্দ্রের। কিন্তু কোনও না কোনও কারণে আটকে রয়েছে সেটি।

ডিএ বাড়াবে কবে

ডিএ বাড়াবে কবে

দীর্ঘদিন ধরেই সপ্তম পে কমিশনে ডিএ বাড়ানো নিয়ে টানাপোড়েন চলছে। কিছুতেই মোদী সরকার ডিএ বাড়ানোর কথা ঘোষণা করছে না। তাই নিয়ে দীর্ঘ টানা পোড়েন চলছিল। শেষে উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সেই সুখবর শোনাতে চলেেছ মোদী সরকার। সপ্তম পে কমিশনের আওতায় ডিএ বাড়ানোর কথা ঘোষণা করতে চলেছে মোদী সরকার। দুর্গাপুজোর আগেই হয়তো সেই টাকা বাড়ানো হবে বলে খবর পাওয়া গিয়েছে।

সেপ্টেম্বরেই ডিএ বাড়ানোর ঘোষণা

সেপ্টেম্বরেই ডিএ বাড়ানোর ঘোষণা

সূত্রের খবর সেপ্টেম্বর মাসেই ডিএ বাড়ানোর ঘোষণা করা হচ্ছে। ৩৮ শতাংশ ডিএ বাড়ানোর কথা। ২৮ সেপ্টেম্বরের আগেই সেটা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। নবরাত্রি শুরু হচ্ছে ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে নবরাত্রি। কাজেই নবরাত্রির মধ্যেই মোদী সরকার ডিএ বাড়ানোর কথা ঘোষণা করতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। তাই নিয়ে খুশির হাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে। জুন মাসে ডিএ বাড়তে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল। অগাস্ট মাস পেরিয়ে গেলেও সেটা ঘোষাণা করা হয়নি। তাই নিয়ে অসন্তোষ জমা হচ্ছিল কর্মী সংগঠনগুলির মধ্যে।

নজরে ভোট

নজরে ভোট

উৎসবরে ঠিক আগে ডিএ বাড়ানোর ঘোষণার নেপথে মোদী সরকারের রাজনৈতিক রণকৌশল রয়েছে বলে মনে করা হচ্ছে। সামনেই একাধিক রাজ্যের বিধানসভা ভোট। তারপরে আবার এগিয়ে আসছে গুজরাত-হিমাচল প্রদেশ সহ একাধিক রাজ্যের বিধানসভা ভোট। েসই ভোট রাজনীতির কারণেই মোদী সরকার উৎসবের মরশুমে কেন্দ্রীয় সররারি কর্মীদের ডিএ বাড়ানোর কথা ঘোষণা করতে চলেেছ বলে মনে করা হচ্ছে।

বছরে ২ বার বাড়ে ডিএ

বছরে ২ বার বাড়ে ডিএ

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বছরে ২ বার বাড়ানো হয়। প্রথমটা জানুয়ারি মাসে আর দ্বিতীয়টা জুলাই মাসে। জানুয়ারি থেকে জুন মাসের মেয়াদ হিসেবে বাড়নো হয় ডিএ। আর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয় ডিএ। কিন্তু এবার সেরকম কিছু ঘটেনি। করোনা সংক্রমণের কারণে ২০২১সালে কেন্দ্রীয় সরকার কোনও রকম ডিএ বাড়ায়নি। ২০২২ সালে ডিএ বাড়ানোর অপেক্ষায় ছিলেন তাঁরা। কিন্তু জুলাই মাস পেরিয়ে গেলেও মোদী সরকার কোনও রকম ঘোষণা করেনি। তাই আশা করা হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহেই সেই বহু প্রতীক্ষিত ঘোষণা করবে মোদী সরকার।

English summary
DA hike announcement of Central government employees may be in September
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X