For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পকেটে গিয়েছে ৩৬ হাজার কোটি! রাফায়েল চুক্তি নিয়ে মোদীকে চাঞ্চল্যকর আক্রমণে রাহুল

রাফায়েল নিয়ে ফের কেন্দ্র তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কঠোর আক্রমণের পথে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বিষয়টি নিয়ে এনডিএ সরকারের কঠোর সমালোচনার পাশাপাশি সিবিআই-এর অপব্যবহারের অভিযোগও করেছেন।

  • |
Google Oneindia Bengali News

রাফায়েল নিয়ে ফের কেন্দ্র তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কঠোর আক্রমণের পথে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বিষয়টি নিয়ে এনডিএ সরকারের কঠোর সমালোচনার পাশাপাশি সিবিআই-এর অপব্যবহারের অভিযোগও করেছেন রাহুল গান্ধী।

পকেটে গিয়েছে ৩৬ হাজার কোটি! রাফায়েল চুক্তি নিয়ে মোদীকে চাঞ্চল্যকর আক্রমণে রাহুল

টুইট করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর অভিযোগ, প্রত্যোকটি রাফায়েল জেটের জন্য বাড়তি ১১০০ কোটি টাকা দিচ্ছে এনডিএ সরকার। এ প্রসঙ্গে ডসাল্টের ২০১৬ সালের বার্ষিক রিপোর্টও তুলে ধরেন তিনি। সেখানে উল্লেখ রয়েছে মোদী সরকার এক-একটি রাফায়েল জেট কিনছে ১৬৭০ কোটি টাকায়। কিন্তু ইউপিএ সরকার যার দাম নির্ধারণ করেছিল ৫৭০ কোটি টাকা।

রাহুল গান্ধীর অভিযোগ, ডসাল্টের বার্ষিক রিপোর্টেই প্রমাণিত, যে প্রতিরক্ষামন্ত্রী মিথ্যা কথা বলছেন। টুইটে রাহুল গান্ধী জানিয়েছেন, যেখানে কাতার এক-একটি জেটের জন্য দিচ্ছে ১৩১৯ কোটি, সেখানে মোদী দিচ্ছেন ১৬৭০ কোটি টাকা। আর মনমোহন সিং যার দাম নির্ধারণ করেছিলেন ৫৭০ কোটি টাকা। প্রতি জেটের জন্য বেশি দেওয়া হচ্ছে ১১০০ কোটি। সব মিলিয়ে বেশি দেওয়া ৩৬ হাজার কোটি টাকা পকেটে যাচ্ছে। যা ভারতের প্রতিরক্ষা বাজেটের ১০ শতাংশ। এদিকে, সেনা সরকারের কাছে টাকা ভিক্ষা করছে। টুইটে এমনই কটাক্ষ করেছেন রাহুল গান্ধী।

নরেন্দ্র মোদী সরকার, ফ্রান্সের ডসাল্ট অ্যাভিয়েশনের সঙ্গে ৩৬ টি রাফায়েল জেট কেনার জন্য চুক্তি করেছে।

এর আগেও একাধিকবার রাফায়েল চুক্তি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি। ফেব্রুয়ারি মাসে এই চুক্তি নিয়ে কেন্দ্রের কাছে আটটি প্রশ্ন রেখেছিলেন রাহুল। একইসঙ্গে রাহুলের অভিযোগ ছিল, চুক্তি বদলের জন্য প্রধানমন্ত্রী নিজে প্যারিস গিয়েছিলেন।

পকেটে গিয়েছে ৩৬ হাজার কোটি! রাফায়েল চুক্তি নিয়ে মোদীকে চাঞ্চল্যকর আক্রমণে রাহুল

যদিও এনডিএ সরকারের তরফে থেকে এর বিস্তারিত তথ্য দিয়ে দাবি করা হয়েছিল, কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা রাফায়েল চুক্তি নিয়ে দেশকে বিপথে চালিত করছে।

একইসঙ্গে কথা টুইটে সিবিআইকে দিয়ে বিরোধী নেতাদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

টিডিপির এনডিএ ত্যাগের সঙ্গে সঙ্গেই রাহুলের এই নতুন করে এনডিএ সরকারের আক্রমণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এরই মধ্যে উত্তরপ্রদেশের যোগী গড়ে উপনির্বাচনে পরাজিত হয়েছে বিজেপি।

English summary
36000 crores in the pocket from Rafale Jet deal alleges Rahul Gandhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X