For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শবরীমালার উদ্দেশ্যে যাত্রা করার জন্য নতুন করে আবেদন ৩৬ জন মহিলার

  • |
Google Oneindia Bengali News

আগামী দু'মাস ব্যাপী শবরীমালা যাত্রার মরসুমের উদ্বোধনের আগে নতুন করে শবরীমালার মন্দিরে যাওয়ার জন্য আবেদন প্রায় ৩৬ জন মহিলার। সূত্রের খবর রবিবার থেকে শুরু হতে চলা এইবারে মরসুমে শবরীমালার উদ্দেশ্যে তীর্থযাত্রার জন্য ৩৬ জন মহিলা মন্দিরের অনলাইন বুকিংয়ের মাধ্যমে নিজেদের নাম নিবন্ধন করেছেন।

নতুন মরসুমে শবরীমালায় যাওয়ার আবেদন ৩৬ জন মহিলার


প্রসঙ্গত বৃহস্পতিবারই শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকারের ইস্যুটি সাত বিচারপতির বিশেষ সাংবিধানিক বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত জানায় সুপ্রিম কোর্ট। এর আগে ১০ থেকে ৫০ বছর বয়সী কোনও ঋতুমতী মহিলা মন্দির চত্বরে প্রবেশ করতে পারতেন না। ২০১৮ সালের একটি রায়ে দীর্ঘদিনের সেই ধর্মীয় প্রথা ভেঙে যে কোনও বয়সী মহিলাদের মন্দিরে প্রবেশাধিকার দেয় দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। সুপ্রিম কোর্টের সেই রায়ের পর উত্তাল হয় গোটা দেশ। বাম শাসিত কেরালায় সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয় বিজেপিও। আগের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হয় একাধিক রিভিউ পিটিশন। সেই মামলার শুনানির সাপেক্ষেই বৃহস্পতিবার নতুন সিদ্ধান্ত জানায় সুপ্রিম কোর্ট।

এদিকে গত মরসুমেও গত মরসুমেও নিষিদ্ধ বয়সের মহিলাদের ৭৮০ জন মহিলা শবরীমালায় যাওয়ার জন্য নিজেদের নাম লেখান। যদিও পরবর্তীকালে তাদের তীর্থযাত্রা আটকাতে শুরু হয় পুলিশি নজরদারি। পুলিশের যুক্তি ছিল তাদের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। যদিও এদিকে সুপ্রিম কোর্টের এই নতুন সিদ্ধান্তের পর শুরু হয়েছে নতুন রাজনৈতিক তরজা। রায়কে স্বাগত জানিয়েছে বিজেপি। তবে মহিলাদের অধিকার রক্ষার প্রশ্নে নতুন সাংবিধানিক বেঞ্চে শীর্ষ আদালতে পুরনো রায় বহাল থাকার ব্যাপারে আশা প্রকাশ করেছেন একাধিক মহিলা সংগঠনের কর্মীরা।

English summary
36 women registered their name online as pilgrims for new sabarimala season
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X