For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার প্রকোপে দিল্লি এইমসের ৩৫ জন চিকিৎসক আক্রান্ত, উদ্বেগ দিল্লির বুকে

  • |
Google Oneindia Bengali News

দেশ জুড়ে বাড়ছে করোনার দাপট। এরই মাঝে জানা গিয়েছে দিল্লির এইমসে করোনার জেরে আক্রান্ত হয়েছেন ৩৫ জন চিকিৎসক। দেশে করোনার জেরে প্রবল উদ্বেগ দেখা দিতে শুরু করছে। হাসপাতালগুলিতেও বাড়ছে রোগীর সংখ্যা। ব্যস্ততায় চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে এই সংবাদ নিঃসন্দেহে উদ্বেগ বাড়াচ্ছে।

করোনার প্রকোপে দিল্লি এইমসের ৩৫ জন চিকিৎসক আক্রান্ত, উদ্বেগ দিল্লির বুকে

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে ৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হন। নতুন করে করোনায় আক্রান্ত হন ৭৪৩৭ জন। এছাড়াও ২৪ জনের মৃত্যু হয়েছে করোনার জেরে । এদিকে জানা গিয়েছে, রাম মনোহর লোহিয়া হাসপাতালে এইমসের কয়েকজন চিকিৎসক বিশেষ দায়িত্বে ছিলেন। সেখানে তাঁরা কর্মরত অবস্থাতে বহু কোভিড রোগীর চিকিৎসা করেছেন। এরপরই ওই চিকিৎসকদের দেহে কোভিড ধরা পড়ে।

এদিকে জানা গিয়েছে, মোট ৩৫ জনের মধ্যে ৩০ জন আক্রান্ত চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ৫ জন ভর্তি হাসপাতালে। বহু ক্ষেত্রেই বেশির ভাগ করোনা রোগীদের কোনও উপসর্গই দেখা যায়নি বলে জানা গিয়েছে। এদিকে, দিল্লির যে পরিসংখ্যান সামনে আসছে তা গত কয়েক মাসে সবচেয়ে বেশি। অন্যদিকেগত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১,৩১.৯৬৮ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,৩০, ৬০,৫৪২ জন। অর্থাৎ দেড় কোটির দিকে দ্রুত এগোতে শুরু করেছে দেশের মোট করোনা সংক্রমণ। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৯,৭৯,৬০৮ জন। সুস্থতার সংখ্যার সঙ্গে অ্যাক্টিভ রোগীর সংখ্যার ফারাক ক্রমশ কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৭৮০ জন। দেখা গিয়েছে দেসের পজিটিভিটি রেট আগের দিন তেকে এদিন যথেষ্ট বেড়েছে। ৬.১ থেকে এই রেট বেড়ে হয়েছে ৮.১।

এদিকে করোনার ভ্যাকসিনেশনের মধ্যেও দেশে এভাবে পজিটিভিটি রেট বেড়ে যাওয়া নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।'অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন' এর তরফে প্রকাশিত একটি তথ্যে দেখা গিয়েছে, করোনার জেরে মার্চের ৩১ তারিখ পর্যন্ত যে মৃতের সংখ্যার পরিসংখ্যান এসেছে, তার চার তৃতীয়াংশ মৃত্যু হয়েছে ভ্যাকসিন নেওয়ার পর পরই। এমন ঘটনা ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে দেশে। তবে এর মাঝেও ভ্যাকসিন না নিলে সমস্যা আরও গভীর হতে পারে বলে মত একাধিক বিশেষজ্ঞের।

English summary
35 Docters at AIIMS test positive amid huge surge in Corona cases in india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X