For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫ রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ! কমপক্ষে ৩৫ জনের মৃত্যুতে শোকের ছায়া

প্রাকৃতিক দুর্গোগে পাঁচ রাজ্যে মৃত্যু হল কমপক্ষে ৩৫ জনের। বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হয় মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্রে।

  • |
Google Oneindia Bengali News

প্রাকৃতিক দুর্গোগে পাঁচ রাজ্যে মৃত্যু হল কমপক্ষে ৩৫ জনের। বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হয় মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্রে। এই চার রাজ্যে মৃতের সংখ্যা কমপক্ষে ৩৪। অন্যদিকে, দিল্লি ও বিহার থেকেও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশ

রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হয়েছে। ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। খাড়াগন জেলায় ঝড় বৃষ্টিতে কাঁচা বাড়ি নষ্ট হয়েছে। গ্রামগুলির মধ্যে
রয়েছে খাড়াগন, উপাদি, বাডা, প্রেমনগর, গোগাভান, ভইনান্দা। হাথোড থানার জামুদির সারোয়ার গ্রামে বজ্রপাতে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। অপর একজনকে
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্য একটি জেলায় গত দুই দিনে বৃষ্টি ও বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। ছটি গ্রামে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন
বলে খবর পাওয়া গিয়েছে। আহতদের খাড়াগন জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। বহু গাছ রাস্তায় পড়ে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

গুজরাত

গুজরাত

ঝড় বৃষ্টিতে নয় জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে মেহসানায় ৪ জন, বনসকান্ঠায় ২ জন, রাজকোট, মোরবি এবং সবরকান্ঠা থেকে একজন করে মৃত্যুর খবর পাওয়া
গিয়েছে। বেশিরভাগ জায় কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে।

মহারাষ্ট্র

মহারাষ্ট্র

গত দুদিনে প্রবল বৃষ্টি ও বজ্রপাতে রাজ্যে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নাসিক ও পুনেতে শিলাবৃষ্টি হয়েছে। ফলে চাষের প্রচুর ক্ষতি হয়েছে। সাতানা,
পারভানিতে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। একজন আহত হয়েছেন। পুনে, আহমেদনগর, নাসিক থেকে একজন করে মোট তিনজনের মৃত্যুর খবর মিলেছে।

[আরও পড়ুন: প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক! সরকারি সাহায্যের ঘোষণা][আরও পড়ুন: প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক! সরকারি সাহায্যের ঘোষণা]

রাজস্থান

এই রাজ্য থেকে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রবল বৃষ্টি ও ধুলোঝড়ে ঝালোয়ারে চারটি শিশুর মৃত্যু হয়েছে। হঠাৎ বৃষ্টিতে জনজীবন ব্যাহত হয়। এই
রাজ্যের অনেক জায়গাতেই শিলা বৃষ্টি হয়। ফসলেরও প্রচুর ক্ষতি হয়েছে। আলোয়ার, চাকসু, আজমেড়, উদয়পুর থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে।

[আরও পড়ুন: গাঙ্গেয় বঙ্গে ঢুকছে জলীয় বাষ্প! বুধবার হবে কি ঝড় বৃষ্টি, জেনে নিন বিস্তারিত][আরও পড়ুন: গাঙ্গেয় বঙ্গে ঢুকছে জলীয় বাষ্প! বুধবার হবে কি ঝড় বৃষ্টি, জেনে নিন বিস্তারিত]

English summary
At least 35 people were killed on Tuesday when rain, thunderstorm and strong winds lashed four states--Madhya Pradesh, Rajasthan, Gujarat and Maharashtra.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X