For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বস্তি মিলল কিছুটা, ৩৪টি রাজ্য–কেন্দ্রশাসিত অঞ্চলে করোনা কেসের হ্রাস, কমছে মৃত্যু

স্বস্তি মিলল কিছুটা, ৩৪টি রাজ্য–কেন্দ্রশাসিত অঞ্চলে করোনা কেসের হ্রাস, কমছে মৃত্যু

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস নিয়ে স্বস্তির খবর শোনালো কেন্দ্র সরকার। বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কর্নাটক, মহারাষ্ট্র ও তামিলনাড়ু সহ ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড–১৯ কেসের রেকর্ড হ্রাস হচ্ছে এবং তার সঙ্গে কমছে পজিটিভ হার। তবে কেরল ও মিজেরামে এখনও করোনা কেস ও পজিটিভ হার বেড়ে চলেছে।

স্বস্তি মিলল কিছুটা, ৩৪টি রাজ্য–কেন্দ্রশাসিত অঞ্চলে করোনা কেসের হ্রাস, কমছে মৃত্যু


সরকারের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে মহামারি পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে এবং কোভিড সংক্রমণের বিস্তারে সঙ্কোচন রয়েছে। ২৬৮টি জেলায় পজিটিভ হার পাঁচ শতাংশের নীচে রয়েছে বলে সরকার জানিয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয় যে টিকাকরণ ডোড বাড়ার সঙ্গে সঙ্গে কোভিড–১৯ মৃত্যুর হারও উল্লেখযোগ্যভাবে কমতে দেখা গিয়েছে। সরকারের পক্ষ থেকে এও বলা হয়েছে যে দৈনিক কোভিড–১৯ কেস ও দৈনিক পজিটিভ কেসের হার কমতে দেখা যাচ্ছে, যা সংক্রমণ ছড়িয়ে পড়ার বৃদ্ধিকে কমাচ্ছে বলে আভাস দিচ্ছে।

সরকারের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে জনসংখ্যার মধ্যে ৪৪ বছরের জনগোষ্ঠী অধিক মাত্রায় কোভিডে আক্রান্ত হচ্ছেন। যা আগের ওয়েভে ছিল না। শেষবার অবশ্য করোনার প্রকোপ দেখা গিয়েছিল ৫৫ বছরের জনগোষ্ঠীর ওপর। বর্তমান কোভিড ওয়েভে দেখা গিয়েছে, অধিকাংশ রোগীদের মধ্যে গলা ব্যথা দেখা গিয়েছে এবং এবং চিকিৎসার জন্য ওষুধের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কম ছিল। কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে যে ১১টি রাজ্যে স্কুল পুনরায় সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে, ১৬টি রাজ্যে আংশিকভাবে উচ্চ ক্লাসের পড়ুয়াদের জন্য স্কুল খোলা হয়েছে এবং ৯টি রাজ্যে এখনও স্কুল বন্ধ রয়েছে। সরকার লক্ষ্য করেছে যে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে স্কুলের ৯৫ শতাংশ টিকাকরণ করিয়েছে এবং কিছু রাজ্যে তা ১০০ শতাংশ কভারেজ করেছে বলে জানা গিয়েছে।

English summary
34 states and uts covid case positive rate and death recording decline
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X