For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিডের দ্বিতীয় ওয়েভের মাঝেই রাজস্থান থেকে চুরি কোভ্যাকসিনের ৩২০‌টি ডোজ

রাজস্থান থেকে চুরি কোভ্যাকসিনের ৩২০‌টি ডোজ

Google Oneindia Bengali News

দেশে করোনা সঙ্কটের মাঝে ভ্যাকসিন চুরি হয়ে গেল রাজস্থানের জয়পুরের হাসপাতাল থেকে। বুধবার জয়পুরের হাসপাতাল থেকে ৩২০টি ডোজ ভারত বায়োটেকের কোভ্যাকসিন চুরি হয়ে যায়। জানা গিয়েছে, কোল্ড স্টোরেজ থেকে ভ্যাকসিন কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় কোভ্যাকসিনের ৩২ শিশি চুরি হয়। এই শিশিগুলিতে ১০টি করে কোভ্যাকসিনের ডোজ থাকে। এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার পথেই ৩২ শিশি কোভ্যাকসিন চুরি যায়।

কোভিডের দ্বিতীয় ওয়েভের মাঝেই রাজস্থান থেকে চুরি কোভ্যাকসিনের ৩২০‌টি ডোজ

এই ঘটনা ঘটেছে জয়পুরের শাস্ত্রি নগরের কানওয়াটিয়া হাসপাতালে। হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট পুলিশের কাছে অভিযোগ করেছেন এ বিষয়ে। মুখ্য মেডিক্যাল অফিসার নরোত্তম শর্মা বলেন, '‌হাসপাতাল থেকে ৩২০টি ডোজ ভ্যাকসিন গায়েব হয়ে গিয়েছে। আমরা এই ঘটনার তদন্ত করছি এবং পুলিশের কাছেও অভিযোগ জানিয়েছি।’‌ হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে যে, ৩২০টি ডোজ এভাবে গায়েব হয়ে যাওয়ায় তারাও হতচকিত।

গত সপ্তাহে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট রাজ্যে ভ্যাকসিনের ঘাটতি নিয়ে মেকি কান্না জুড়েছিলেন এবং জানিয়েছিলন যে ভ্যাকসিন ড্রাইভ করার জন্য রাজ্যে অপর্যাপ্ত ভ্যাকসিনের স্টক রয়েছে। অশোক গেহলট জানিয়েছিলেন যে রাজস্থানে উপলব্ধ কোভিড –১৯ ডোজের অপর্যাপ্ত এবং অনেক জেলায় এই টিকা গ্রহণ অভিযান বন্ধ করতে হবে। তিনি এও জানান যে দেশে কোভিড–১৯ ভ্যাকসিন ডোজের অভাব নেই কেন্দ্রের এই দাবি মিথ্যা এবং ডোজগুলি উপলব্ধতা সম্পর্কে প্রকাশ্যে স্ট্যাটাস রিপোর্টের দাবি করেন তিনি। যদিও মহারাষ্ট্রের পর রাজস্থান দ্বিতীয় রাজ্য যেখানে এক কোটিরও বেশি ভ্যাকসিন ব্যবহার হয়েছে। রবিবার পর্যন্ত এ রাজ্যে ৯৯.‌৮৩ লক্ষ ডোজ ব্যবহার হয়েছে এভং এই সংখ্যা এক কোটির গণ্ডি পেরোতে চলেছে।

সপ্তাহের মাঝে মহারাষ্ট্রে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যায় সামান্য কমতি, অল্প স্বস্তি মুম্বইতেও সপ্তাহের মাঝে মহারাষ্ট্রে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যায় সামান্য কমতি, অল্প স্বস্তি মুম্বইতেও

English summary
320 doses of the covaxin were stolen from Jaipur Hospital in Rajasthan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X