For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যার কয়েক দশকের অপেক্ষা শেষ হবে ৩২ সেকেন্ডে! ভূমিপুজোয় কী কী করবেন প্রধানমন্ত্রী মোদী?

Google Oneindia Bengali News

৪৯০ বছরের বিতর্ক। বহু ইতিহাস, ঘাত-প্রতিঘাত পেরিয়ে দীর্ঘ প্রতিক্ষার অবসান। গত বছর সুপ্রিম কোর্টের রায়দানের পর, এবার অযোধ্যার জমিতেই গড়ে উঠছে রামলালার মন্দির। ইতিমধ্যেই সেজে উঠেছে অযোধ্যা নগরী। নানা পবিত্র স্থানের মাটি, নানা নদীর জল সংগ্রহ দেশের নানা প্রান্তের সাধু-সন্ন্যাসীদের আমন্ত্রণ জানানোর মাধ্যমে মহাসমারোহে আয়োজন করা হয়েছে ভূমিপুজোর। বেলা ১২টা বেজে ৪৪ মিনিট ০৮ সেকেন্ডে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ যেন এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে অযোধ্যা।

১২টা ৩০ মিনিটে ভূমিপুজো শুরু

১২টা ৩০ মিনিটে ভূমিপুজো শুরু

এদিন সকাল ৯ টা ৩৫ মিনিটে দিল্লি থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী। বেলা ১২টা নাগাদ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী, সেখানেই ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। ১২টা ৩০ মিনিটে ভূমিপুজো শুরু হবে। তার আগে অবশ্য হনুমানগিড়ি মন্দিরে গিয়ে সেখানে পুজো দিয়ে রামন্দিরে যাওয়ার অনুমতি নেবেন প্রধানমন্ত্রী মোদী।

রাম পুজো শুরু হয় ভোর থেকে

রাম পুজো শুরু হয় ভোর থেকে

এর আগে ভোর ৪টা বেজে ৩০মিনিট নাগাদ কৈলাসপতি পুজো হবে। এরপর সকাল ৬টা বেজে ৩০মিনিটে রামানন্দ যজ্ঞ হবে।
সকাল আটটার সময় মহানির্বাণ যজ্ঞ হবে। এরপর ধীরে ধীরে আগত অতিথিদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

৩২ সেকেন্ডের মুহূর্ত

৩২ সেকেন্ডের মুহূর্ত

ভিত্তিপ্রস্তর স্থাপনের পুজোয় লাগবে পাঁচটি ধাতু। সেগুলি হল, রুপোর কচ্ছপ, রুপোর বেলপাতা, রুপোর ইট, সোনার শিষনাগ, সোনার বাস্তুদেব। এসব জিনিস সমেত তিনি অভিজিৎ মুহুর্তে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ৩২ সেকেন্ডের মধ্যে তিনি ২১ কিলোগ্রাম ওজনের রুপোর ইটটি মাটিতে গেঁথে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

অযোধ্যার মঞ্চে থাকবেন কে কে?

অযোধ্যার মঞ্চে থাকবেন কে কে?

এদিনের অনুষ্ঠান মঞ্চে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্য়াটেল, যোগী আদিত্যনাথ। এছাড়াও থাকছেন রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের প্রেসিডেন্ট মহন্ত নৃত্যগোপাল দাস। উপস্থিত থাকার কথা রয়েছে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের জেনেরাল সেক্রেটারি চম্পত রাই।

অনুষ্ঠানে আমন্ত্রিত ১৭৫ জন

অনুষ্ঠানে আমন্ত্রিত ১৭৫ জন

আমন্ত্রিত ১৭৫ জন অতিথির মধ্যে ১৩৫ জন সাধু-সন্ন্যাসী । থাকতে পারেন ইকবাল আনসারি। রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার অন্যতম মামলাকারী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিপুজোর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী ও মুরলি মনোহর যোশীর।

করোনা ভাইরাস নয়, বিশ্বে ফের মাথা চাড়া দিয়ে উঠছে কিছু পুরনো মারণ রোগকরোনা ভাইরাস নয়, বিশ্বে ফের মাথা চাড়া দিয়ে উঠছে কিছু পুরনো মারণ রোগ

English summary
32 seconds span to lay foundation stone of ram mandir for Pm Modi in Ayodhya, as Bhumipujan to start shortly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X