For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশে বজ্রপাতে মৃত ৩২, আর্থিক সাহায্যের ঘোষণা যোগী সরকারের

বজ্রপাতের দাপটে উত্তর প্রদেশের একাধিক জায়গায় মৃত্যু হয়েছে ৩২ জনের‌। বর্ষা এলেও তেমন বৃষ্টি শুরু হয়নি উত্তর প্রদেশে।

Google Oneindia Bengali News

বজ্রপাতের দাপটে উত্তর প্রদেশের একাধিক জায়গায় মৃত্যু হয়েছে ৩২ জনের‌। বর্ষা এলেও তেমন বৃষ্টি শুরু হয়নি উত্তর প্রদেশে। তুলনা মূলকভাবে পাশের রাজ্য বিহারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে রবিবার বিকেল থেকে দিল্লি সহ উত্তর প্রদেশের একাধিক জায়গায় প্রবল বর্ষণ হয়। কয়েকঘণ্টার টানা বর্ষণে রীতিমত বিপর্যস্ত হয়ে পড়েছিল রাজধানী।

একাধিক জায়গার বজ্রপাত

একাধিক জায়গার বজ্রপাত

উত্তরপ্রদেশের একাধিক জায়গায় প্রবল বজ্রপাত শুরু হয়। কানপুর এবং ফতেহপুরে বজ্রপাতে মারা গিয়েছে সাত জন করে মোট ১৪ জন। অন্যদিকে ঝাঁসিতে ৫ জন, জালুনে চারজন, হামিরপুরে ২, গাজিপুরে ২ এবং জুনপুর, প্রতাপগড়, কানপুর দেহাত ও চিত্রকূটে একজন করে মারা গিয়েছেন বজ্রপাতে।

রয়েছে সাপের কামড়ে মৃত্যুও

রয়েছে সাপের কামড়ে মৃত্যুও

এর আগে শনিবারও বজ্রপাতে দেওরিয়ায় তিন জনের মৃত্যু হয়েছে। কুশিনগরে আবার একজন মারা গিয়েছেন সাপের কামড়ে।

শোকপ্রকাশ যোগীর

শোকপ্রকাশ যোগীর

গত ১৮ জুলাই আবার আম্বেদকর নগরে সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছিল বলে সরকারি তরফে জানানো হয়েছে। মৃতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবার পিছু ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। আহতরা যাতে সঠিক চিকিৎসা পান সেদিকে নজর রাখার জন্য আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

English summary
32 people were killed in Uttar Pradesh due to lightning
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X