For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসমে গ্রেফতার ৩১ জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক

অসমের গুয়াহাটিতে রেল স্টেশনে গ্রেফতার করা হল ৩১জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ত্রিপুরার আগরতলা হয়ে বাংলাদেশে ফেরার আগেই এতজন অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

অসমের গুয়াহাটিতে রেল স্টেশনে গ্রেফতার করা হল ৩১জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ত্রিপুরার আগরতলা হয়ে বাংলাদেশে ফেরার আগেই এতজন অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে।

অসমে গ্রেফতার ৩১ জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি

জানা গিয়েছে, গুয়াহাটি রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এতজনকে ধরা হয়। এরা বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে এদেশে এসে বেঙ্গালুরু শহরে পৌঁছে গিয়েছিল। সেখানে গত তিনবছর ধরে কাজ করছিল। সেখান থেকে ফিরে দেশে ফেরার পথেই তাঁদের গ্রেফতার করা হয়েছে।

একদিন আগেই বাংলাদেশ সরকারের এক আধিকারিক জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কথা দিয়েছেন যে কোনও এনআরসি-তে যাদের নাম নেই তাদের ফেরত পাঠানো হবে না। তার পরই এই গ্রেফতারিতে হইচই শুরু হয়েছে।

জুলাই মাসে ৪০ লক্ষের বেশি মানুষের নাম অসমের নাগরিকপঞ্জী থেকে বাদ গিয়েছে। তারপরে আবেদন করা যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে। ফের একবার সংশোধিত তালিকায় কাদের নাম থাকে তা নিয়ে জল্পনা তো রয়েইছে। তার মধ্যে নতুন করে ধরপাকড়ে উদ্বেগে অনেকেই।

কারণ বিজেপি নেতা-মন্ত্রীরা নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। এদেশের নাগরিকত্ব প্রমাণ করতে না পারলে থাকা যাবে না। দেশের ফেরত পাঠানো হবে। এই অবস্থায় সংশয়ে থাকা নাগরিকদের ভবিষ্যতে কী দশা হয় সেটাই দেখার।

English summary
31 Bangladeshi nationals, detained at Guwahati railway station
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X