For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩০০০ কন্ডোম, ২০০০ মদের বোতল রোজ মেলে JNU চত্ত্বরে, তোপ বিজেপি বিধায়কের!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি : জাতীয়তাবাদ, দেশদ্রোহ, নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে JNU। সেই বিতর্ককে উষ্কে দিতে নয়া বিতর্ক নিয়ে এলেন আলওয়ারের বিজেপির বিধায়ক জ্ঞানদেব আহুজা। নিজের বিধানসভা কেন্দ্রে প্রতিবাদ মিছিল করতে গিয়ে সোমবার তিনি দাবি করেন JNU ক্যাম্পাস থেকে প্রত্যেকদিন ৩,০০০ ব্যবহৃত কন্ডোম, ১০,০০০ সিগারেটের অংশবিশেষ, গর্ভপাতের জন্য ব্যবহৃত ৫০০ টি ইঞ্জেকশন উদ্ধার হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রে প্রকাশিত একটি খবর অনুযায়ী আহুজার হিসাব এখানেই শেষ নয়। JNU পড়ুয়াদের জীবনযাপন ব্যখ্যা করতে গিয়ে তিনি বলেন, কন্ডোম-সিগারেটের পাশাপাশি প্রত্যেকদিন ২,০০০ করে দেশি-বিদেশি মদের বোতল, সঙ্গে মাংসের ৫০,০০০ ছোট বড় হাড়, চিপসের ২০০০টি প্যাকেট, এবং ৪০০০ বিড়ির টুকরো উদ্ধার করা হয় কলেজ ক্যাম্পাস থেকে।

৩০০০ কন্ডোম, ২০০০ মদের বোতল রোজ মেলে JNU চত্ত্বরে, তোপ বিজেপি বিধায়কের!

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা 'দেশদ্রোহী' এই 'সত্য প্রমাণ' করতে গিয়ে আহুজা বলেন, সোস্যাল মিডিয়া বা সংবাদ চ্যানেলে যা দেখাচ্ছে সেই বিষয়ে আমি আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরতে চাই। যখন সারা দেশে দুর্গাষ্টমী পালন করা হয়, তখন এরা মহিষাসুর জয়ন্তী পালন করে।

আটটার পর কলেজ ক্যাম্পাসেই পড়ুয়াদের অধিকাংশকে ড্রাগস নিতে দেখা যায়। যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তারা শিশু নয়। বরং দুই সন্তানের বাবা-মা। সকালে এরা শান্তি মিছিলে অংশ নেয়, রাতে এরাই অশ্লীল নাচ নাচে।"

JNU পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জন্য কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধেও তোপ দেগেছেন আহুজা।

English summary
3,000 condoms, 2,000 liquor bottles found daily: BJP MLA on life in JNU
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X