For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশে চিনিকল থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ কমপক্ষে ৩০০ পড়ুয়া

চিনি কল থেকে বিষাক্ত গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়ল কমপক্ষে ৩০০ পড়ুয়া, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলি জেলায়

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

চিনি কল থেকে বিষাক্ত গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়ল কমপক্ষে ৩০০ পড়ুয়া। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলি জেলায়। গ্যাসের প্রভাব এতটাই ছিল যে অন্তত ২৫ জন পড়ুয়া জ্ঞান হারায়। গুরুতর অসুস্থ অবস্থায় মুজফফরনগর ও মিরাট হাসপাতালে স্থানান্তরিত করে হয় কমপক্ষে ১৫জনকে। এদিকে এই ঘটনার পর চিনি কলের মালিক বেপাত্তা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

উত্তরপ্রদেশে চিনিকল থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ কমপক্ষে ৩০০ পড়ুয়া

শামলি জেলা বুঢ়ানা রোডের ধারেই বেসরকারি সরস্বতী শিশু মন্দির রয়েছে। স্কুলের কিছুটা দুরেই এই চিনি কল। সেখানকার বায়ো-গ্যাস প্ল্যান্টের বর্জ্র পদার্থ রাস্তার ধারেই ফেলে দেওয়া হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মঙ্গলবার সকালে স্কুলে ক্লাস চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়তে থাকে একের পর এক পড়ুয়া। বমি, পেট ব্যাথার পাশাপাশি চোখ ও গলা জ্বলতে থাকে তাদের। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে বেশ কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে। তড়িঘড়ি তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উত্তরপ্রদেশে চিনিকল থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ কমপক্ষে ৩০০ পড়ুয়া

অপরদিকে এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন অভিভাবকদের একাংশ। এতগুলি শিশু অসুস্থ হওয়ার পরও স্কুল কর্তৃপক্ষ মেডিক্যাল টিম আসার অপেক্ষায় ছিল বলে অভিযোগ। ততক্ষণ পর্যন্ত পড়ুয়াদের এমনই ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগ অভিভাবকদের। এত সংখ্যাক অসুস্থ পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একবারে এত সংখ্যক অসুস্থর চিকিৎসার জন্য হাসপাতালও প্রস্তুত ছিল না বলে জানা গিয়েছে।

উত্তরপ্রদেশে চিনিকল থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ কমপক্ষে ৩০০ পড়ুয়া

অপরদিকে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা চিনি কল নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন। এর আগেও এই চিনি কল থেকে গ্যাস লিক হয়েছিল, কিন্তু তারপরও জেলা প্রশাসন কোনও ব্য়বস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন তারা।

English summary
At least 300 students fell ill after poisonous gas leak in Shamli District of Uttar Pradesh, many fainted.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X