For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মলদ্বারে ১ কেজি সোনা লুকিয়ে চম্পট দেওয়ার চেষ্টা! এরপর ঘটে গেল তাজ্জব কাণ্ড

ঘটনা জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের। যেখানে এক সোনা পাচারকারী রীতিমত তাজ্জব বানিয়ে দিয়েছে প্রশাসনকে। আবগারী দফতরের চোখে ধুলো দিয়ে এদিন পালাবার চেষ্টা করেন অভিযুক্ত পঙ্কজ সাধউয়ানি।

  • |
Google Oneindia Bengali News

ঘটনা জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের। যেখানে এক সোনা পাচারকারী রীতিমত তাজ্জব বানিয়ে দিয়েছে প্রশাসনকে। আবগারী দফতরের চোখে ধুলো দিয়ে এদিন পালাবার চেষ্টা করেন অভিযুক্ত পঙ্কজ সাধউয়ানি।

মলদ্বারে ১ কেজি সোনা লুকিয়ে চম্পট দেওয়ার চেষ্টা! এরপর ঘটে গেল তাজ্জব কাণ্ড

থাই এয়ারওয়েজের ফ্লাইটে পঙ্কজের হাঁটা চলা, বসার ধরনে খানিকটা অস্বাভাবিকতা লক্ষ্য করছিলেন অনেকেই। আর সেই অস্বাভাবিক চলাফেরা চোখে পড়ে যায় আবগারী দফতরের অফিসারদেরও। এরপরই, পঙ্কজকে জেরা করতে শুরু করেন তাঁরা। জেরার মুখে পঙ্কজ জানিয়ে দেন তাঁর কাছে ১ কেজি সোনা রয়েছে। মলদ্বারে সেই সোনা লুকিয়ে রেখেছে সে। ৬টিু আলাদা আলাদা সোনার খণ্ড সেখানে লোকানো রয়েছে বলেও জানায় পঙ্কজ।

এমন শুনে তাজ্জব হয়ে যান আবগারী অফিসাররা। সঙ্গে সঙ্গে পঙ্কজকে গ্রেফতার করা হয়। এরপরই পঙ্কজের কাছ থেকে সোনা উদ্ধার করা হয়। চলে লম্বা প্রক্রিয়া।

English summary
Pankaj Saduwani was taken into custody at the airport Sunday night after the Customs personnel suspected "odd behaviour".
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X