For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্গাপুজোর ভাসান ও তাজিয়া ঘিরে দাঙ্গা ছড়াল দেশের এই প্রান্তে, আহত ৩০

মহরমের দিন সাম্প্রদায়িক দাঙ্গায় তেতে ওঠে উত্তরপ্রদেশের কানপুর। দফায় দফায় সংঘর্ষের জেরে আহত হয়েছেন ৩০ জন।

  • |
Google Oneindia Bengali News

মহরমের দিন সাম্প্রদায়িক দাঙ্গায় তেতে ওঠে উত্তরপ্রদেশের কানপুর। দফায় দফায় সংঘর্ষের জেরে আহত হয়েছেন ৩০ জন। আহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মী রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেশ বেগ পেতে হয়েছে পুলিশকে।

দুর্গাপুজোর ভাসান ও তাজিয়া ঘিরে দাঙ্গা ছড়াল দেশের এই প্রান্তে, আহত ৩০

কানপুরের পরমপুরওয়াতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অন্যদিকে রাওয়াতপুরে দু'পক্ষের মধ্য়ে ক্রমাগত গুলিবর্ষণ হতে থাকে বলে খবর। এরইমধ্যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে , পুলিশের ওপরেও চড়াও হয় সংঘর্ষরত জনতা।

গোটা ঘটনার সূত্রপাত মহরমের তাজিয়ার যাত্রাপথ বদলানো ঘিরে। একই যাত্রাপথে নির্ধারিত ছিল দুর্গাপুজোর ভাসানের যাত্রাও। এদিকে, দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আগুন লাগানো হয় বহু যান বাহনে। দ্রুত ছড়াতে থাকে দাঙ্গার আগুন। শুরু হয় গুলি বর্ষণ, একে অপরকে তাক করে পাথর ছুঁড়তে থাকে। পরে পুলিশ লাঠিচার্জ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

English summary
Two places in Kanpur witnessed communal clashes which left nearly 30 persons including 5 policemen injured.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X