For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০০ পরিবার ঘরছাড়া অসমের ভয়াবহ দুর্যোগে! বন্যা ঘিরে তৎপরতা শুরু সরকারের

অসম থেকে মেঘালয়ের বিস্তীর্ণ এলাকা আপাতত চরম প্রাকৃতিক দুর্যোগের মধ্য়ে। প্রায় ৩০,০০০ মানুষ আপাতত বন্যার কবলে শুধুমাত্র অসমেই।

  • |
Google Oneindia Bengali News

অসম থেকে মেঘালয়ের বিস্তীর্ণ এলাকা আপাতত চরম প্রাকৃতিক দুর্যোগের মধ্য়ে। প্রায় ৩০,০০০ মানুষ আপাতত বন্যার কবলে শুধুমাত্র অসমেই। বন্যার প্রকোপ থেকে দুর্গতদের উদ্ধার করে ফের একবার স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে এবার যাবতীয় তৎপরতা শুরু হয়েছে সরকারের তরফে। উত্তরপূর্বে বেশ কয়েকদিনের ভারী বৃষ্টি চরম অসুবিধার মধ্যে ফেলেছে মানুষকে।

পরিস্থিতি কোন দিকে!

পরিস্থিতি কোন দিকে!

ভারত ও বাংলাদেশ সীমান্তে লঙ্গাই নদীতে ক্রমাগত বড়ে চলেছে জল। লাগাতার বৃষ্টির জেরে এভাবে দিনের পর দিন জল নিয়ে ফুঁসে উঠে ভয়াবহ রূপ নিয়েছে নদী। এরপরই নদী নিয়ে নিয়েছে ভয়াবহ রূপ। ফলে করিমগঞ্জের দিকে দুটি কুল ছাপিয়ে জল ঢুকে পড়ে গ্রামে।

বন্যায় বিধ্বস্ত মিজোরাম

বন্যায় বিধ্বস্ত মিজোরাম

অসম বাদে মেঘালয় ও মজোরামেও বন্যার জলে ভেসে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। সিংলা নদীর জলে যেমন এলাকা ভেসে গিয়েছে তেমনই প্রবল বৃষ্টিতে ব্যহত হয়েছে স্বভাবিক জনজীবন।

উদ্ধারে তৎপর সরকার

উদ্ধারে তৎপর সরকার

অসমের রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়ে দিয়েছে, পাথরকান্ডি ও করিমগঞ্জ এলাকায় মোট ৩০ হাজার মানুষ বন্যায় বিধ্বস্ত। আর তাঁদের ফের একবার ঘরে ফিরিয়ে দিতে তৎপরতা শুরু প্রশাসনের তরফে।

English summary
Assam:30,000 people remain affected in flood hit areas.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X