For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোট বাতিলের ৩ বছর পার : লাভ-ক্ষতির অঙ্ক নিয়ে কী বলছে সমীক্ষা

নোট বাতিলের তিন বছর পূর্তি হল এদিন। ২০১৬ সালের ৮ নভেম্বর সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে ৫০০ ও ১ টাকার নোট বাতিল করে দেয় কেন্দ্র সরকার।

  • |
Google Oneindia Bengali News

নোট বাতিলের তিন বছর পূর্তি হল এদিন। ২০১৬ সালের ৮ নভেম্বর সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে ৫০০ ও ১ টাকার নোট বাতিল করে দেয় কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দেন, রাত বারোটার পর থেকে এই দুটি মূল্যের নোট বাতিল হয়ে যাবে। সেইমতো ৮ নভেম্বর রাত বারোটার পর থেকে পুরনো ৫০০ টাকা ও ১ হাজার টাকার নোট বাতিল হয়ে যায়। সেই ঘটনার পর নানা তর্ক-বিতর্ক হয়েছে। আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে কেটে গিয়েছে তিনটি বছর। এরই মধ্যে ভারতবর্ষের আর্থ-সামাজিক পরিস্থিতিতে নানা উত্থান-পতন হয়েছে। এই মুহূর্তে ভারতীয় অর্থনীতি অধঃগতিতে চলছে বলে অনেক বিশেষজ্ঞই মনে করছেন। নোট বাতিলের তিন বছর পূর্তিতে একটি বেসরকারি সংস্থা সমীক্ষা চালিয়েছিল। তাতে কি উঠে এল, দেখে নেওয়া যাক।

কী বলছে সমীক্ষা

কী বলছে সমীক্ষা

সমীক্ষা বলছে তিন ভাগের এক ভাগ মানুষ মনে করছেন নোট বাতিলের ফলে দেশের অর্থনীতি ধাক্কা খেয়েছে। সেখানে ২৮ শতাংশ লোক মনে করছেন নোট বাতিলের ফলে কোনওরকম নেতিবাচক প্রভাবই পড়েনি। এবং ৩২ শতাংশ মানুষের মনে হয়েছে নোট বাতিলের ফলে অসংগঠিত ক্ষেত্রে প্রচুর মানুষ কাজ হারিয়েছেন। এই সমীক্ষা করেছে 'লোকাল সার্কেলস' নামে একটি অনলাইন কমিউনিটি প্লাটফর্ম।

সারা দেশ জুড়ে সমীক্ষা

সারা দেশ জুড়ে সমীক্ষা

সমীক্ষায় সারাদেশ থেকে ৫০ হাজারের বেশি মানুষের মতামত নেওয়া হয়েছে। নোট বাতিলের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই সমীক্ষা চালানো হয়েছিল বলে জানা গিয়েছে। সেখানেই দেশজুড়ে নানা দেশের মানুষ তাদের মতামত ব্যাখ্যা করেছেন নোট বাতিল নিয়ে।

 কী সুবিধা নোট বাতিলের

কী সুবিধা নোট বাতিলের

নোট বাতিলের সবচেয়ে বড় সুবিধা কী হয়েছে, এই প্রশ্নে ৪২ শতাংশ মানুষ মনে করছেন, কর ফাঁকি দেওয়া জনসংখ্যার একটা বড় অংশকে সরকারের নিয়ন্ত্রণে আনা সহজ হয়েছে। এটাই নোট বাতিলের সবচেয়ে বড় সাফল্য। অন্যদিকে ২৫ শতাংশ মানুষ মনে করছেন, এই নোট বাতিলের ফলে আদতে কোনও লাভ হয়নি।

কালো টাকার আমদানি কমেছে

কালো টাকার আমদানি কমেছে

২১ শতাংশ মানুষের মতে নোট বাতিলের ফলে কালো টাকার আমদানি কমেছে। এবং ১২ শতাংশ মানুষ মনে করছেন, প্রত্যক্ষ করের আমদানিতে নোট বাতিল বিশেষভাবে সাহায্য করেছে।

তিন বছর আগের বাজার

তিন বছর আগের বাজার

৫০০ ও ১ টাকার পুরনো নোট ৩ বছর আগে বাতিল করার সময় তার বাজার মূল্য ছিল ১৫ লক্ষ ৪৪ হাজার কোটি টাকা। যার মধ্যে ৯৯.৩ শতাংশ ব্যাঙ্কনোট, যার মূল্য ১৫ লক্ষ ৩০ হাজার কোটি টাকা তা আবার ব্যাঙ্কিং সিস্টেমে ফিরে এসেছে। মাত্র ১০ হাজার ৭০০ কোটি টাকার কোনও হিসাব পাওয়া যায়নি। যা নিয়ে বারবার বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে কেন্দ্র সরকার।

নোট বাতিলের তৃতীয় বর্ষ পূরণের দিনে ফের মোদীকে তোপ রাহুলেরনোট বাতিলের তৃতীয় বর্ষ পূরণের দিনে ফের মোদীকে তোপ রাহুলের

English summary
3 Years of Demonetisation : Positive or negative, what survey says
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X