For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিআরপিএফ-এর গাড়িকে পিষে মারল ৩ জনকে! নতুন করে উত্তেজনা ছড়ালো কাশ্মীরে

শ্রীনগরের শহরতলিতে সিআরপিএফ-এর একটি গাড়িকে ঘিরে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে গেলে বিক্ষোভকারীদের অন্তত তিনজনকে চাপা দিয়ে গাড়িটি চলে যায় বলে অভিযোগ।

Google Oneindia Bengali News

শ্রীনগরের শহরতলিতে সিআরপিএফ-এর একটি গাড়িকে ঘিরে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে গেলে বিক্ষোভকারীদের অন্তত তিনজনকে চাপা দিয়ে গাড়িটি চলে যায় বলে অভিযোগ। শুক্রবারের এই ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়েছে উপত্যকা। দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়, গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নিয়ে গেলে পরে সেখানেই তিনি মারা যান।

কাশ্মীরে সিআরপিএফ-এর গাড়িকে পিষে মারল ৩ জনকে!

শ্রীনগরের নওহাট্টা এলাকার ঘটনা। এক পুলিশ কর্তা জানিয়েছেন, এক সিনিয়র অফিসারকে নামিয়ে ক্যাম্পে ফিরছিল সিআরপিএফ-এর গাড়িটি। সেসময় ওই রাস্তার সেনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন স্থানীয়রা। সিআরপিএফ-এর গাড়িটি তার মধ্যে উপস্থিত হলে প্রতিবাদীরা নিশানা করে গাড়িটিকে। গাড়িটি ঘিরে ধরে উত্তেজিত জনতা স্লোগান দিতে থাকে। গাড়ি থেকে সেনা কর্মীদের নামিয়ে আনার চেষ্টা করা হয় বলেও অভিযোগ।

ঘটনাক্রম এখনও খুব স্পষ্ট না হলেও একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, গাড়িটিকে ঘিরে রয়েছেন বহু মানুষ। কয়েকজন জোর করে গাড়িটিকে আটকানোর চেষ্টা করছে। গাড়ির চালকও তাদের গাড়িটি নিয়ে পালাবার চেষ্টা করছে। অপর একটি ভিডিও ক্লিপে দেখা যায়, গাড়িটি প্রতিবাদীদের মধ্য দিয়েই ছুটছে, আর স্থানীয়রা গাড়িটি লক্ষ্য করে পাথর, ইট ছুঁড়ছে। একজন আহত ব্যক্তিকেও সরিয়ে নিয়ে যেতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ঘটনার কয়েকটি ফটোও প্রকাশিত হয়েছে। তার একটি ছবি এক যুবককে গাড়িটি চাপা দিতে যাওয়ার ঠিক আগের মুহূর্তের।

ঘটনার পরই ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির তীব্র সমালোচনা করেন। টুইটে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, 'যুদ্ধবিরতির মানে (কি) বন্দুক নেই তাই জিপ ব্যবহার করা'? সঙ্গে তিনি জানতে চান এটাই কী প্রতিবাদীদের মোকাবিলা করার স্বাভাবিক উপায়?

মেহবুবা মুফতি এখনও এ ঘটনা নিয়ে মুখ খোলেননি। তবে, জম্মু ও কাশ্মীর পুলিশের দাবি 'কিছু নির্বাচিত ছবি' দেখানো হচ্ছে। 'সামগ্রিক দৃশ্যটা' উপস্থাপন করা হচ্ছে না। তবে পুলিশের এই যুক্তি মানতে চাননি আবদুল্লা। তাঁর অভিযোগের তির সেনার দিকে নয়, কাশ্মীর পুলিশের দিকে। তিনি আরও এক টুইটে বলেন, 'এটা স্থানীয় পুলিশের ব্যর্থতা। যে অঞ্চলে প্রায় ২০০ জন প্রতিবাদী জড়ো হয়েছেন, সেখান দিয়ে সিআরপিএফ-এর গাড়ি যেতে দেওয়াই তো উচিত নয়।'

রমজান মাস, উপলক্ষ্যে এই সময় জম্মু কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযান বন্ধ রয়েছে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী মোদী এসেছিলেন উন্নয়নের ডালি হাতে। দিন কয়েক বাদেই উপত্যকায় আসার কথা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর। অমরনাথ যাত্রার প্রস্তুতির তদারকির পাশাপাশি হুরিয়ত নেতাদের সঙ্গেও আলোচনায় বসার কথা ছিল তাঁর। এভাবে কাশ্মীরি যুব সম্প্রদায়কে ছুঁতে চাইছিল কেন্দ্র। কিন্তু আজকের ঘটনার পর সেইসব প্রচেষ্টা বড় ধাক্কা খেল বলেই মনে করা হচ্ছে।

English summary
New row sparks after three killed when a CRPF car allegedly ran over them, fleeing from a angry mob in downtown Srinagar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X