For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইতে গুজবের জেরে পদপিষ্ট হয়ে মৃত ২২, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

এলফিনস্টোন রেলওয়ে স্টেশনে ফুটওভার ব্রিজে পদপিষ্ট হয়ে মারা গেলেন ২২ জন।

  • |
Google Oneindia Bengali News

উৎসবের মরশুমে ফের দুঃসংবাদ। বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ে দুর্ঘটনা। এবার সেখানের এলফিনস্টোন রেলওয়ে স্টেশনে ফুটওভার ব্রিজে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা ৩ থেকে বেড়ে দাঁড়াল ২২ জনে। মৃতদের মধ্যে ৮ জন শিশু রয়েছে হবল খবর। ঘটনায় আহত হয়েছেন ৩৯ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

মুম্বই দুর্ঘটনায় শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

এদিকে, ঘটনাস্থলে পৌঁছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি আহতদের দেখতে কেইএম হাসপাতালে পৌঁছন। ঘটনায় শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী।

বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইতে পদপিষ্ট হয়ে দুর্ঘটনা, মৃত ১৫ , আহত ২০

এদিকে, মৃতদের পরিবার পিছু ৫ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা রেলমন্ত্রীর। আহতদের চিকিৎসার খরচও সরকার বহন করবে বলে জানানো হয়েছে। গুরুতর আহতদের ১ লাখ টাকা ও স্বল্প আহতদের ৫০, ০০০ টাকার ক্ষতিপুরণ ঘোষণা করেছেন রেলমন্ত্রী গোয়েল। এদিকে, শিবসেনার তরফে রেলমন্ত্রী পীযূষ গোয়েলের পদত্যাগ দাবি করা হয়েছে। জানা গিয়েছে, গুজবের বসে এই দুর্ঘটনাটি ঘটে যায়। এলফিনস্টোন রোড ও পারেল সাবারবান রেলস্টেশনের মাঝে এই ফুট ব্রিজটি সুংযুক্ত করে। সেখানে শটসার্কিটের খবরের গুজব ছড়াতেই এই ঘটনা। এই ফুটব্রিজটি এমনিতেই সারা বছর ভিড়ে ঠাসা থাকে। ব্যাস্ততম সময়ে সেখানে ভিড়ের পরিমাণ বাড়ে।

দুর্ঘটনা সম্পর্কে জিআরপি কমিশনার নিকেত কৌশিক জানিয়েছেন, এখনও পর্যন্ত আহত ২০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

English summary
At least 3 persons were killed and more than 20 people injured in a stampede at Elphinstone railway station's foot over bridge.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X