৩৭০ ধারা প্রত্যাহার পরবর্তী কাশ্মীরের ছবি তুলে পুলিৎজার পেলেন ৩ ভারতীয় চিত্রসাংবাদিক
কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ের তরফে গতকাল পুলিৎজার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। সাংবাদিকতা, বই, নাটক এবং সঙ্গীত বিভাগে এই সম্মান দেওয়া হয় । এই বছর তিনজন ভারতীয় চিত্রসাংবাদিক পুলিৎজার পেয়েছেন। চান্নি আনন্দ, মুখতার খান এবং দার ইয়াসিনের হাত ধরে এই সম্মান এল ভারতে। তাঁরা ৩৭০ ধারা প্রত্যাহার পরবর্তী কাশ্মীরের ছবি তুলেছিলেন। সেই ছবি ফোটোগ্রাফি বিভাগে মনোনীত হয়।

একটি ছবি এক হাজার শব্দের সমান৷ সাংবাদিকতায় বহু পুরনো এবং চিরসত্য একটি প্রবাদ৷ এই তিন চিত্র সাংবাদিকের ছবিগুলিও এমনই৷ ফিচার ফটোগ্রাফিতে ২০২০ সালের পুলিত্জার পুরস্কার পেলেন কাশ্মীরের তিন চিত্র সাংবাদিক দার ইয়াসিন, মুখতার খান ও চন্নি আনন্দ৷ এঁরা তিন জনেই সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস-এর সাংবাদিক৷

২০১৯ সালে ৫ অগাস্টে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে কেন্দ্রীয় সরকার৷ তারপর দীর্ঘ দিন কাশ্মীর লকডাউন ছিল৷ এমনকী ফোন, ইন্টারনেট পর্যন্ত ছিল না কাশ্মীরে৷ কাশ্মীরের খবর বাইরের জগত্ পায়নি৷ সেই ছাই চাপা আগুনে কাশ্মীরের ছবি তুলেছিলেন এই তিন সাংবাদিক৷