For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২ হাজার টাকার জাল নোটে ৪২ লক্ষ টাকা উদ্ধার, চাঞ্চল্য মোহালিতে

লুধিয়ানার এক জমির ডিলার পুরনো ৫০০ ও ১ হাজারে নোট ভাঙিয়ে নতুন বৈধ টাকা নিতে রাজি হয়েছিল ৩০ শতাংশ কমিশনের বিনিময়ে। সেই ডিলারকেই পুরনো টাকার বদলে নতুন দেখতে জাল নোট গছানোর পরিকল্পনা করেছিল অভিযুক্তরা।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

মোহালি, ১ ডিসেম্বর : ২ হাজার টাকার নোটে ৪২ লক্ষ টাকার জাল নোট সমেত তিনজনকে গ্রেফতার করা হয়েছে পাঞ্জাবের মোহালিতে। এর মধ্যে একজন এমবিএ-র পাঠরতা ছাত্রী বলে জানা গিয়েছে।

পুরনো নোট বাতিল, এই মন্দিরে কার্ড সোয়াইপ মেশিন বসিয়ে চলছে চাঁদা নেওয়া

১৮০০ কোটি পুরনো নোট নিয়ে কী করবে আরবিআই? জানলে অবাক হবেন

ছাত্রটির নাম বিশাখা বর্মা। সে মনিপুর থেকে এমবিএ পড়ছে। তার খুড়তুতো ভাই অভিনব বর্মা বি টেকের ছাত্র। তাদের সঙ্গে লুধিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে সুমন নাগপাল নামে একজনকে। একটি অডি গাড়িতে করে জাল টাকা নিয়ে যাওয়া হচ্ছিল।

২ হাজার টাকার জাল নোটে ৪২ লক্ষ টাকা উদ্ধার মোহালিতে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নোট বাতিলের পর ২ হাজার টাকার নোট হাতে পাওয়ার পরই অভিযুক্তরা তা ছাপাতে শুরু করে। এমনকী এই নোটগুলি আসল নোটের প্রায় কাছাকাছি দেখতে বলেও জানিয়েছে পুলিশ।

ধরা পড়লে কালো টাকার মালিকদের কী অবস্থা করবে কেন্দ্র তা জেনে নিন

কালো টাকা কারবারিদের ধরতে জন ধন অ্যাকাউন্টের জন্য এই নিয়ম লাগু করল আরবিআই

জেরায় পুলিশ জানতে পেরেছে, লুধিয়ানার এক জমির ডিলার পুরনো ৫০০ ও ১ হাজারে নোট ভাঙিয়ে নতুন বৈধ টাকা নিতে রাজি হয়েছিল ৩০ শতাংশ কমিশনের বিনিময়ে। সেই ডিলারকেই পুরনো টাকার বদলে নতুন দেখতে জাল নোট গছানোর পরিকল্পনা করেছিল অভিযুক্তরা।

গ্রেফতার হওয়ার পরে তিন অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪৮৯ এ, বি, সি, ডি ও ১২০বি ধারায় মামলা দায়ের হয়েছে। স্থানীয় আদালতে তাদের হাজির করা হলে একদিনের পুলিশ রিম্যান্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

English summary
3 Held With Fake 2,000 Rupee Notes Worth Rs. 42 Lakh In Mohali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X