For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যপ্রদেশে এনটিপিসির মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৩

মধ্যপ্রদেশে এনটিপিসির মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৩

  • |
Google Oneindia Bengali News

মধ্যপ্রদেশের সিংড়াউলি জেলার সদর ওয়াইধানে দুটি মালবোঝাই এনটিপিসি রেলের সংঘর্ষে মৃত্যু হয় ৩ জনের, যার মধ্যে একজন লোকো পাইলট ও একজন অ্যাসিস্ট্যান্ট।দুর্ঘটনায় হতদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের মিরজাপুর নিবাসী লোকো পাইলট রশিদ আহমেদ, উত্তরপ্রদেশের রবার্টসগঞ্জের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট মনদীপ কুমার এবং সিংড়াউলির বাসিন্দা রামলক্ষণ, যিনি পয়েন্টসম্যান ছিলেন।

মধ্যপ্রদেশে এনটিপিসির মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৩

আধিকারিক সূত্রে খবর, একটি কয়লাবোঝাই ট্রেন উত্তরপ্রদেশের রিহান্দ নগরের এনটিপিসি দপ্তরে যাচ্ছিল, এনটিপিসি থেকে ফেরত আসা অন্য একটি ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ওয়াইধান পুলিশ থানার ইন্সপেক্টর অরুণ কুমার পান্ডে জানান, "একটি ট্রেন ট্র্যাক বদল করার সময়ে দুর্ঘটনাটি ঘটে।"

পূর্ব-মধ্য-রেলের এক আধিকারিক রাজেশ কুমার জানান যে ভোপাল থেকে ৭৮০ কিলোমিটার উত্তর-পূর্বে ঘটা এই দুর্ঘটনার জন্যে এনটিপিসির স্বয়ংক্রিয় মেরি-গো-রাউন্ড পদ্ধতিই দায়ী, এর জন্যে রেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। তিনি আরও জানান যে দুর্ঘটনা কবলিত বগিগুলি সরানোর জন্যে যাবতীয় সাহায্য ভারতীয় রেলের তরফে করা হচ্ছে। উক্ত ঘটনায় এনটিপিসি কর্তৃপক্ষের তরফে কোনো সদুত্তর মেলেনি।

English summary
3 Dead in altercation between NTPC's Madhya Pradesh Goods Train
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X