For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্জাবে বিস্ফোরণে আইএসআই হাত! ঘটনাস্থলে এনআইএ

পঞ্জাবে গ্রেনেড হামলায় ৩ জনের মৃত্যু এবং ২০ জনের আহত হওয়ার ঘটনায় অভিযোগের তির পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর দিকে।

  • |
Google Oneindia Bengali News

পঞ্জাবে গ্রেনেড হামলায় ৩ জনের মৃত্যু এবং ২০ জনের আহত হওয়ার ঘটনায় অভিযোগের তির পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর দিকে। রবিবার অমৃতসরের রাজাসানসি গ্রামে প্রার্থনা চলাকালীন মোটর সাইকেলে যাওয়া দুই ব্যক্তি গ্রেনেড ছুঁড়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। দুই ব্যক্তির মুখ ঢাকা ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে যায় এনআইএ।

হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টায় পুলিশ

হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টায় পুলিশ

পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে আক্রমণকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে। জঙ্গি আক্রমণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি এক্ষেত্রে।
এই গ্রেনেড হামলা এমন একটা সময়ে হল, যেসময় নিরাপত্তা সংস্থাগুলিতে পুরো মাত্রায় সতর্ক করা হয়েছে, যে ছয় থেকে সাতজন জৈশ-ই-মহম্মদ জঙ্গি রাজ্যে ঢুকে পড়েছে। তারা দিল্লির দিকে যাওয়ার চেষ্টা করছে।

জঙ্গি হামলা বলে সন্দেহ পুলিশের

রাজ্য পুলিশের ডিজি সুরেশ অরোরা সংবাদ সংস্থাকে জানিয়েছেন,ঘটনাটিকে জঙ্গি হামলা বলেই মনে হচ্ছে। কেননা ঘটনাটি একদল লোকের বিরুদ্ধে। কোনও নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে হয়নি। এমন কোনও কারণ তৈরি হয়নি, যেখানে একদল লোকের বিরুদ্ধে গ্রেনেড হামলার ঘটনা ঘটাতে হবে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

ঘটনাস্থলের দূরত্ব অমৃতসর বিমানবন্দর থেকে আট কিলোমিটার। সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, আহত ২০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের দেহ পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে।

প্রত্যেক রবিবারেই সেখানে কীর্তনের আয়োজন করা হয়ে থাকে। গ্রেনেড হামলার সময় সেখানে প্রায় আড়াইশো মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। পালিয়ে যাওয়ার আগে বন্দুক দিয়ে পূণ্যার্থীদের ভয়ও দেখানো হয়েছিল বলে অভিযোগ।

ঘটনাস্থলে এনআইএ

ঘটনাস্থলে এনআইএ

বিস্ফোরণের পরেই ঘটনাস্থলে যায় এনআইএ। বিষয়টি নিয়ে পঞ্জাব সরকার রিপোর্ট পাঠানোর পরে ঘটনার এনআইএ তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

(প্রতীকী ছবি)

রাজনাথ সিং-এর আশ্বাস

ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। হামলাকারীরা আইএসআই সমর্থিত খালিস্থানি কিংবা কাশ্মীরি জঙ্গি হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান।

মুখ্যমন্ত্রী সমবেদনা প্রকাশ, সাহায্য ঘোষণা

রাজ্যে কোনওভাবেই জঙ্গিবাদকে মাথা তুলতে দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। ঘটনার নিন্দা করেছেন তিনি। মৃতদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পঞ্জাবের জনগণের কাছে শান্তি রক্ষারও আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। সাধারণের কাছে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

বিস্ফোরণে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও আহতদের বিনামূল্যে চিকিৎসারও নির্দেশ দিয়েছেন।

English summary
3 Dead, 20 Injured In Amritsar Attack, Khalistani Terror Link Under Probe
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X