For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাসপাতালের দোষে করোনা আক্রান্ত এবার সদ্যোজাত! চূড়ান্ত অব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন

Google Oneindia Bengali News

করোনা আক্রন্তের 'বেড'-এ ভর্তি হয়ে সংক্রমিত সদ্যোজাত ও মা। এমনই অভাবনীয় ঘটনা ঘটল মুম্বইতে। মুম্বইয়ের চেম্বুরের এক হাসপাতালে শিশুটি জন্ম নেয় ২৬ মার্চ। এরপরই মা ও শিশুকে বেডে দেওয়া হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, বেডে দেওয়ার একদিন পরই চিকিৎসক এসে তাদের করোনা টেস্টের কথা বলেন।

দুইবার স্থানান্তরিত করা হয়ে শিশু ও তার মাকে

দুইবার স্থানান্তরিত করা হয়ে শিশু ও তার মাকে

করোনা টেস্ট করানোর পর সেই শিশু ও তার মাকে একবার মুম্বইয়ের কুর্লাতে ভাবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে ফের তাদের সেখান থেকে কস্তুরবা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে শিশুর বাবাকেও আপাতত কস্তুরবা হাসপাতালে কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

লাগামহীন করোনা পরিস্থিতি মহারাষ্ট্রে

লাগামহীন করোনা পরিস্থিতি মহারাষ্ট্রে

মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি ক্রমেই লাগাম ছাড়া হয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সেই রাজ্যে নতুন করে ৩৩ জনের শরীরে করোনা ভাইরাসের চিহ্ন মেলে। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁডা়য় ৩৩৫-এ। এদিকে একদিনে করোনা আক্রান্ত হয়ে সেরাজ্যে মারা যায় ৬ জন। এখনও পর্যন্ত শুধু মহারাষ্ট্রেই ১৬ জন করোনা আক্রান্ত মারা গিয়েছে।

ধারাভীতে করোনা ভাইরাস আতঙ্ক! তটস্থ মুম্বই

ধারাভীতে করোনা ভাইরাস আতঙ্ক! তটস্থ মুম্বই

এদিকে এশিয়ার বৃহত্তম বস্তি মুম্বইয়ের ধারাভীতে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মেলে গতকাল। সেই সংক্রমিত ব্যক্তিও মারা যায়। যার জেরে আরও আতঙ্ক বেড়েছে গোটা মুম্বইতে। ব্যক্তির সান্নিধ্যে আসা ৭ জনকে আপাতত নিজেদের বাড়িতেই কোয়ারান্টাইন করে রাখা হয়েছে। তাঁদের শরীরে করোনা সংক্রমণ আছে কিনা তা জানতে আজ (বৃহস্পতিবার) পরীক্ষা করা হবে।

'সিল' এশিয়ার সব থেকে বড় বস্তি

'সিল' এশিয়ার সব থেকে বড় বস্তি

সূত্রের খবর, ঘনবসতি পূর্ণ এলাকা হওয়ায় ওই অঞ্চলে খুব তাড়াতাড়ি করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই কোনও ঝুঁকি না নিয়ে ওই বস্তি এলাকার পুরোটাই "সিল" করে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা ৫ বর্গকিলোমিটার এলাকা জুড়ে থাকা ওই বস্তিতে গা ঘেঁষাঘেঁষি করে থাকেন কমপক্ষে ১০ লক্ষ মানুষ, ফলে দ্রুত হারে ছড়াতে পারে সংক্রমণ।

English summary
3 days old child and mother gets coronavirus after put into bed used by former patient
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X