For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে প্রধানমন্ত্রীর সফর বয়কটে বামেরা! একই সিদ্ধান্ত টিএসএফ-এরও

রাজ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বয়কট করতে চলেছে সিপিএম। নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬-তে তাদের সমর্থন জানাতে গিয়েই এই বয়কটবলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বয়কট করতে চলেছে সিপিএম। নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬-তে তাদের সমর্থন জানাতে গিয়েই এই বয়কট বলে জানা গিয়েছে। বয়কটকারী সাংসদদের মধ্যে রয়েছেন জিতেন্দ্র চৌধুরী, শঙ্করপ্রসাদ দত্ত এবং ঝর্ণা দায় বৈদ্য। প্রধানমন্ত্রীর সফর বয়কটের সিদ্ধান্ত নিয়েছে টিএসএফও।

রাজ্যে প্রধানমন্ত্রীর সফর বয়কটে বামেরা! একই সিদ্ধান্ত টিএসএফ-এরও

জারি করা প্রেস নোটে লোকসভার সদস্য জিতেন্দ্র চৌধুরী, শঙ্করপ্রসাদ দত্ত এবং রাজ্যসভার সদস্য ধর্ণা দাস বৈদ্য বলেছেন, ৯ ফেব্রুয়ারি আগরতলায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান তাঁরা বয়কট করছেন। ত্রিপুরায় সাংসদ সংখ্যা তিনজনই। তাঁরা বলেছেন, যদি নাগরিকত্ব সংশোধনা বিল সংসদে পাশ হয়ে যায়, তা দীর্ঘ মেয়াদি ভিত্তিতে উত্তর-পূর্বের ক্ষতি করবে সব থেকে বেশি। এছাড়াও তা দেশের ধর্মনিরপেক্ষতার ওপরও আঘাত হানবে বলেও বিবৃতিতে জানিয়েছেন ওই তিন জনপ্রতিনিধি। তাঁদের দাবি ওই বিল সংবিধানের আত্মার বিরোধী। শুধু বামেরাই নয়, প্রধানমন্ত্রীর সভা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে টিএসএফও।

নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভায় পাশ হয়ে গেলেও, তা এখনও পাশ হয়নি রাজ্যসভায়। বিলটি রাজ্যসভা থেকে তুলে নেওয়ার দাবিও জানিয়েছেন বাম জনপ্রতিনিধিরা।

আগরতলা বিমানবন্দরে ত্রিপুরার শেষ রাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মূর্তি উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর স্বামী বিবেকানন্দ ময়দানে সভা করবেন প্রধানমন্ত্রী। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির নতুন ব্লকেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও গোমতি জেলার গর্জি থেকে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার মধ্যে ২৩ কিমি দীর্ঘ রেললাইনেরও উদ্বোধনের কথা রয়েছে।

রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি আইপিএফটি সরকার। ২০১৮-র ৯ মার্চ ২৫ বছরের বাম সাসনের অবসান ঘটিয়ে এরা ক্ষমতায় এসেছে।

English summary
3 CPI-M Lawmakers To Boycott PM Modi's Tripura Visit on Saturday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X