For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাওড়ামুখী ট্রেন লাইনচ্যুত মহারাষ্ট্রে, ব্যাহত ইগাতপুরী রুটে ট্রেন চলাচল

লাইনচ্যুত হল হাওড়ামুখী মুম্বই মেলের ৩টি কামরা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ইগাতপুরীতে। রবিবার ভোররাতের এই ঘটনায় স্বাভাভাবিকভাবেই ইগাতপুরী রুটে ট্রেন চলাচল আটকে পড়েছে।

Google Oneindia Bengali News

লাইনচ্যুত হল হাওড়ামুখী মুম্বই মেলের ৩টি কামরা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ইগাতপুরীতে। রবিবার ভোররাতের এই ঘটনায় স্বাভাভাবিকভাবেই ইগাতপুরী রুটে ট্রেন চলাচল আটকে পড়েছে। তবে, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। বহু ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে।

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল মুম্বই-হাওড়া মেল

সেন্ট্রাল রেলওয়ের চিফ পাবলিক রিলেশন অফিসার সুনীল উদাসী জানিয়েছেন ১২৮০৯ মুম্বই-হাওড়া মেল ভায়া নাগপুর রবিরার ভোর ২.০৫ মিনিটে ইগাতপুরীতে লাইনচ্যুত হয়। ৩টি কামরা লাইন থেকে নিচে নেমে যায়। ক্ষতিগ্রস্থ কামরাগুলি হল এস ১২, এস ১৩ ও প্যান্ট্রি কার। তবে, চিফ পিআরও জানিয়েছেন এই ঘটনায় কারোর কোনও আঘাত লাগেনি।

উদাসী আরও জানিয়েছেন যে ইঞ্জিন ও ৮টি কামরাকে ৩.৫০মিনিটে ইগাতপুরী স্টেশনে আনা হয়। ৫.৪৫ মিনিটে এস ১৩ কামরাকেও লাইনে তোলা হয়েছে বলে জানিয়েছেন সেন্ট্রাল রেলওয়ের চিফ পিআরও। খুব দ্রুত কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্থ লাইন আর কিছুক্ষণের মধ্যেই সারিয়ে ফেলা সম্ভব হবে।

আপাতত ৭টি ট্রেনের রুটকে পুনে-দাউন্দ রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এগুলি হল ১১০৫৭ সিএসএমটি-অমৃতসর এক্সপ্রেস জেসিও ৯.৬.২০১৮, ১৫৬৪৫ এলটিটি-গুয়াহাটি এক্সপ্রেস জেসিও ৯.৬.২০১৮, ১২১৬৭ এলটিটি-বারাণসী এক্সপ্রেস জেসিও ১০.৬.২০১৮।

এছাড়া ভাসি রোড-সুরাত-জলগাঁও রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ১১০৯৩ সিএসএমটি-বারণসী মহানাগরী এক্সপ্রেস জেসিও ১০.৬.২০১৮, ১২১৪১ এলটিটি-পাটলিপুত্র এক্সপ্রেস জেসিও ৯.৬.২০১৮, ১২৮১১ এলটিটি-হাতিয়া এক্সপ্রেস জেসিও ১০.৬.২০১৮ ট্রেনগুলিকে।

হেল্পলাইন নাম্বার-
কল্যাণ- ০২৫১-২৩১১৪৯৯, দাদার- ০২২-২৪১১৪৮৩৬, ইগাতপুরী- ০২৫৫৩-২৪৪০২০।

English summary
12809 Mumbai-Howrah via Nagpur were derailed at 2.05AM in early hours of Sunday. The incident took place at Igatpuri. No one was hurt in the incident.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X