For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি সাংসদের বাড়ি থেকে অপহৃত ৩ সশস্ত্র পুলিশ! ঝাড়খণ্ডে চলছে তল্লাশি

ঝাড়খণ্ডের খুন্তি জেলায় বিজেপির সাংসদ কারিয়া মুন্ডার বাড়ি থেকে ৩ জন সশস্ত্র পুলিশ কর্মীর অপহরণের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ঝাড়খণ্ডের খুন্তি জেলায় বিজেপির সাংসদ কারিয়া মুন্ডার বাড়ি থেকে ৩ জন সশস্ত্র পুলিশ কর্মীর অপহরণের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সঙ্গে খুন্তি জেলার পাথালগাডি আন্দোলনের সমর্থকদের যোগ রয়েছে বলে মনে করছে পুলিশ।

বিজেপি সাংসদের বাড়ি থেকে অপহৃত ৩ সশস্ত্র পুলিশ, সন্দেহের তির কোনদিকে

অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অব পুলিশ আর কে মালিক জানিয়েছেন, লোকসভা সাংসদ কারিয়া মুন্ডার বাড়িতে মোতায়েন সশস্ত্র পুলিশ রক্ষীদের অপহরণ করা হয়েছে। পুলিশের দাবি, অপহরণকারীরা পাতালগাডি আন্দোলনের সঙ্গে যুক্ত।পুলিশ কর্মীদের সঙ্গে থাকা অস্ত্রও নিয়ে পালায় অপহরকারীরা। যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় বাড়িতে ছিলেন না সাংসদ। এদিকে অপহৃত পুলিশদের উদ্ধার করতে শুরু হয়েছে এলাকা জুড়ে তল্লাশি। উল্লেখ্য, এই ঘটনার আগে, ঝাড়খণ্ডের পাতালগাডি আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে।

[আরও পড়ুন:বিভেদ ভুলে লালুর দিকে ফের ঝুঁকছেন নীতিশ! বিহারের জোট-রাজনীতি কি নাটকীয় মোড়ের পথে ][আরও পড়ুন:বিভেদ ভুলে লালুর দিকে ফের ঝুঁকছেন নীতিশ! বিহারের জোট-রাজনীতি কি নাটকীয় মোড়ের পথে ]

প্রসঙ্গত, ঝাড়খণ্ডের খুন্তি জেলার পাতালগাডি আন্দোলনে সামিল হয়েছেন উপজাতি অধ্যুষিত এলাকার ২০০০ জন। তাঁদের দাবি , সমান্তরাল সরকার , ও সমান্তরাল অর্থ ব্যবস্থার। ওই এলাকায় সমান্তরাল অর্থব্যস্থা যাতে রাষ্ট্র চালু করে তার জন্য বহুদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন এই এলাকার বহু উপজাতির মানুষজন। কিছুদিন আগে, ঝাড়খণ্ডে ৫ জন সমাজকর্মীদের অপহরণ ও তাঁদের গণধর্ষণের ঘটনাতেও অভিযোগ ওঠে এই পাতালগাডি সমর্থকদের বিরুদ্ধে।

English summary
3 armed cops abducted by Pathalgadi supporters from BJP MP's house in Jharkhand.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X